বিপাকে পূজা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
পূজা চেরী
গত ১৪ সেপ্টেম্বর ভোর থেকে সিলেটের এমসি কলেজে শুটিং শুরু হয় পূজা চেরী অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম আমার টু’র। তবে আধাবেলা শুটিং করার পর আর এগুতে পারেননি পূজাসহ পুরো শুটিং ইউনিট। এ ছবির ভারতীয় কলাকুশলীদের কাছে বাংলাদেশে কাজ করার অনুমতিপত্র না থাকার অভিযোগে এদিন দুপুরে শুটিং বন্ধ করে দেয়া হয়। এ নিয়ে বিপাকে পড়েন পূজা। নগরীর শাহপরান থানা সূত্র এমনটা নিশ্চিত করে। শাহপরান থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, কোনও ধরনের নিয়মনীতি না মেনে ‘প্রেম আমার টু’ নামের একটি ভারতীয় ছবি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে শুটিং চলছিল। এমন খবর পেয়ে ১৪ সেপ্টেম্বর দুপুরে পুলিশ তা বন্ধ করে দেয়। ছবিতে ভারতীয় কলাকুশলীদের বাংলাদেশে কাজ করার ছাড়পত্র পাওয়া যায়নি। এছাড়াও তারা এলসি ইস্যু করেননি। তাই শুটিং বন্ধ করে দেয়া হয়েছে। অবশেষে পুলিশের অনুমতি না পেয়ে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট থেকে ঢাকায় ফিরতে হলো ‘প্রেম আমার টু’ ছবির পুরো ইউনিটকে। ছবিটির প্রযোজনায় আছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবতীর্ প্রোডাকশনস। এটি পরিচালনা করছেন কলকাতার বিদুলা ভট্টাচাযর্। এদিকে এই শুটিংয়ের জন্য গত এক সপ্তাহ সিলেটে অবস্থান করছিলেন কলকাতা থেকে আগত রাজ চক্রবতীর্ ও তার দল। শুটিং করার কথা ছিল টানা এক সপ্তাহ। ফলে মাত্র আধাবেলা শুটিং করার পর সেটি বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় অথৈর্নতিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান। এমনটাই জানা গেল জাজ মাল্টিমিডিয়া সূত্রে। এ প্রসঙ্গে ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক আবদুল আজিজ গণমাধ্যমকে বলেন, ‘আমরা আর সিলেটে শুটিং করছি না। এখন ঢাকায় ফিরছি সবাই। তবে এটা কাজের অনুমতির বিষয় না। সবই আছে আমাদের কাছে। ওয়াকর্ পারমিট না থাকলে ভিসা পায় কীভাবে? অনুমতি ছাড়া এত বড় আয়োজনে আমরা যাব কেন?’ তিনি আরও বলেন, ‘এটা চলচ্চিত্রের কালো শক্তি, কালো হাতের কাজ। যারা নিজেরা সিনেমা করে না, অন্যকেও করতে দেবে না। তারাই এগুলো করছে। সিলেটে যা হয়েছে তার পুরোটাই বাইফোসর্। এর বেশি কিছু এখন আর বলার ইচ্ছা নেই।’ প্রসঙ্গত, সিকোয়াল হলেও ‘প্রেম আমার টু’ ছবির গল্পে থাকছে ভিন্নতা। কয়েক মাস ধরে ছবির প্রি-প্রোডাকশন নিয়ে কাজ করেছে পুরো টিম। ছবির নায়ক-নায়িকা কলকাতার আদৃত ও পূজা চেরী। বাংলাদেশ থেকে চম্পা, নাদের চৌধুরীসহ অনেকের এ ছবিতে কাজ করার কথা রয়েছে।