বৈশাখীর সফলতার ধারা অব্যাহত

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
‘নায়িকার বিয়ে’ নাটকে হাসান জাহাঙ্গীর ও পপি
৩১টি টিভি চ্যানেলে প্রচারিত ঈদুল আজহার ঈদ অনুষ্ঠানমালা নিয়ে জরিপ চালায় এমআরবি। তাতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বৈশাখী টেলিভিশন। গেল ঈদে এই টিভিতে প্রচারিত ৭টি একক নাটকের মধ্যে টপ টোয়েন্টিতে স্থান পেয়েছে চার নাটক। এরমধ্যে চিত্রনায়িকা পপি ও হাসান জাহাঙ্গীর অভিনীত ‘নায়িকার বিয়ে’, টিপু আলম মিলনের গল্পে আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় মোশাররফ করিম অভিনীত ‘হাই প্রেসার’, সিদ্দিকুর রহমানের পরিচালনায় ‘মেড ইন ফরেন-৩’ এবং আদিবাসী মিজান পরিচালিত হাই প্রেসার নাটকের সিকোয়াল ‘হাই প্রেসার-২’। বৈশাখী টিভির ৬টি ধারাবাহিকের মধ্যে ৪টিই স্থান করে নিয়েছে টপ টোয়েন্টিতে। এরমধ্যে সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় মোশাররফ করিম অভিনীত ‘কিড সোলায়মান-২, আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় আ খ ম হাসান ও শখ অভিনীত ‘লাল দালান’, ফরিদুল হাসান পরিচালিত আ খ ম হাসান, আলভী, মৌসুমী হামিদ অভিনীত ‘বউয়ের দোয়া পরিবহন’ এবং রুমান রুনি পরিচালিত জাহিদ হাসান, নাদিয়া অভিনীত ‘কিপ্টা দুলাভাই’। গানের অনুষ্ঠানগুলোর মধ্যেও টপ টোয়েন্টির শীষর্ তালিকায় স্থান করে নিয়েছে ৫টি গানের অনুষ্ঠান। বৈশাখী টিভিতে প্রচারিত ৭টি চলচ্চিত্রের মধ্যে টপ টোয়েন্টিতে আছে মোস্তফা কামাল রাজের ‘তারকাটা’। দুপুর, সন্ধ্যা এবং রাতের সংবাদেও শীষর্ অবস্থান অব্যাহত রেখেছে টেলিভিশনটি। এর উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘দশর্কদের ভালোবাসা এবং মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বৈশাখী টেলিভিশন ধারাবাহিকভাবেই উত্তরোত্তর সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে। গেল ঈদেও সফলতার ধারা ধরে রেখেছে জেনে ভালো লাগছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে চাই।’