মাদক বৈধতার দাবি উদয়ের!

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
ভারতে মারিজুয়ানাকে বৈধতা দেয়ার দাবি তুলেছেন বলিউডের চিত্রনায়ক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক উদয় চোপড়া। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ইয়াশ চোপড়ার ছেলে উদয় চোপড়া সম্প্রতি টুইটারে লিখেছেন, ‘আমি মনে করি, ভারতে মারিজুয়ানাকে বৈধ করে দেয়া উচিত। প্রথমত, এটা আমাদের সংস্কৃতির অংশ। দ্বিতীয়ত, বৈধ করলে এর থেকে যে কর পাওয়া যাবে, তাতে অথৈর্নতিকভাবে লাভবান হবে দেশ। অপরাধ জগৎ তো এর সঙ্গে যুক্ত হবেই। কিন্তু গুরুত্বপূণর্ হলো, চিকিৎসার ক্ষেত্রেও তা ইতিবাচক ভ‚মিকা রাখবে।’ তার টুইট দেখে অনেকেই প্রশ্ন করেছেন, ‘উদয় চোপড়া মাদকে আসক্ত?’ তা না হলে তিনি কেন মারিজুয়ানাকে বৈধতা দেয়ার দাবি করছেন! এদিকে পরে টুইটারে আরেকটি বাতার্য় তিনি লিখেছেন, ‘মারিজুয়ানার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি মোটেই তা ব্যবহার করি না। আমি শুধু বলতে চেয়েছি, এটা বৈধ হলে অসুবিধার থেকে সুবিধা হবে বেশি।’ এর আগে মারিজুয়ানাকে বৈধ করার কথা বলেছেন বলে খুবই সমালোচিত হন কংগ্রেস নেতা শশী থারুর। উদয় চোপড়ার বয়স এখন ৪৫। ১৯৯১ সালে ‘লামহে’ ছবির সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে তার পথচলা শুরু। এ ছবির মূল পরিচালক ছিলেন তার বাবা ইয়াশ চোপড়া। প্রযোজক হিসেবে তার প্রথম ছবি ‘ইয়ে দিল্লাগি’ (১৯৯৪)। তিনি প্রথম অভিনয় করেন ‘মোহাব্বতেঁ’ ছবিতে।