উচ্চাঙ্গসংগীতের আসর ‘সুনাদ’ সমাপ্ত

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
ধারাবাহিকভাবে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত আসর’ আয়োজন করে প্রশংসিত বেঙ্গল ফাউন্ডেশন। শুধু উপমহাদেশের বড় শাস্ত্রীয় আয়োজন করেই থেমে থাকেনি এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা করেছে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। এর শিক্ষাথীের্দর অংশগ্রহণে ছায়ানটে ‘সুনাদ’ নামে দুই দিনের একটি উচ্চাঙ্গসংগীতের আসর আয়োজন করা হয়েছিল গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর। এ আয়োজনটি চলে ছায়ানট মিলনায়তনে। বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের বলেন, ‘যে আশা নিয়ে আমরা বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব শুরু করেছিলাম তারই প্রতিফলন এই বেঙ্গল পরম্পরা সংগীতালয়; যা গত ৪ বছর ধরে চলছে। এরই মধ্যে আমাদের ২ জন শিক্ষাথীর্ ভারতে পরিবেশন করে এসেছে। আমরা আনন্দিত এবং আশা করছি, এই ধারাবাহিকতা সামনে আরও অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানটি সঞ্চালন করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।