আফজাল শরীফকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
আফজাল শরীফ
জনপ্রিয় কৌতুক অভিনেতা আফজাল শরীফ ৪ বছর ধরে মেরুদÐ, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন। তার দুঃসময়ে আথির্ক অনুদান দিয়ে সহায়তা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার গণভবনে এ শিল্পীর হাতে ২০ লাখ টাকার আথির্ক অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে বরেণ্য অভিনেতা ও চলচ্চিত্র নিমার্তা কাজী হায়াৎ এবং বষীর্য়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা করে আথির্ক অনুদান দিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে আফজাল শরীফ বলেন, ‘চিকিৎসার জন্য আমি দেশরতœ-মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আথির্ক সহযোগিতা চেয়েছিলাম। তিনি আমার পাশে দঁাড়িয়েছেন। তিনি যে সংস্কৃতিবান্ধব প্রধানমন্ত্রী, এটা আবারও প্রমাণ করলেন। তার প্রতি সারাজীবন কৃতজ্ঞ আমি। এছাড়া ‘শিল্পী ঐক্য জোট’কে আন্তরিক অভিবাদন জানাই।’ জানা গেছে, আফজাল শরীফের এই অনুদানে শিল্পী ঐক্য জোটের সভাপতি অভিনেতা ডিএ তায়েব ও সাধারণ সম্পাদক জিএম সৈকত প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।