শাহজালালে সাফা কবিরকে হেনস্তা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
সাফা কবির
কিছুদিন আগে নাটকের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে যান মডেল ও অভিনেত্রী সাফা কবির। শুটিং শেষে গত বুধবার বিকালের ফ্লাইটে দেশে ফেরার পর হযরত শাহজালাল (রহ.) আন্তজাির্তক বিমানবন্দরে কাস্টমসের একদল নিরাপত্তারক্ষীর হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭-১৫ মিনিটের দিকে। সে সময় তিনি একাই ছিলেন। ক্ষোভ প্রকাশ করে সাফা কবির জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার ফ্লাইটে থাইল্যান্ড থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট সন্ধ্যায় ঢাকাতে পেঁৗছেন। সে সময় বিমানবন্দরের কাস্টমস অতিক্রম করার সময় একদল সাদা পোশাকধারী নিরাপত্তাকমীর্ তাকে তিনটি লাগেজসহ থামান। এরপর নিরাপত্তারক্ষীরা সাফা কবিরকে ‘মিডিয়ার মেয়ে’ বলে কটূক্তি শুরু করেন। একপযাের্য় তার তিনটি লাগেজ তল্লাশিও করতে চান। নিরাপত্তারক্ষীরা পুরুষ হওয়ায় লাগেজ চেক করতে সাফা কবির আপত্তি করেন। নারী নিরাপত্তারক্ষীদের মাধ্যমে তার লাগেজ চেক করতে অনুরোধ করলে তারা সে বিষয়টি আমলে না নিয়ে সাফাকে নিয়ে বিভন্ন বাজে মন্তব্য করতে শুরু করেন। সাফা বলেন, ‘নারী হিসেবে আমার একটা প্রাইভেসি আছে। তাই কোনো নারী নিরাপত্তারক্ষী দিয়ে আমার লাগেজ তল্লাশি করাতে আমার কোনো আপত্তি ছিল না।’