‘রাখিবন্ধন’ নিয়ে নিরীক্ষা পছন্দ করেনি দশর্ক

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
‘রাখিবন্ধন’ সিরিয়ালের দুই শিশুশিল্পী
যে প্রতিষ্ঠানগুলো ভারতের টিভির অনুষ্ঠানের টিআরপি (টাগের্ট রেটিং পয়েন্ট) নিধার্রণ করে, সেসব প্রতিষ্ঠানের মতে, সেরা ১০ বাংলা সিরিয়ালগুলো হলো- ‘কৃষ্ণকলি’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘বকুলকথা’, ‘জয় বাবা লোকনাথ’, ‘জয়ী’, ‘সীমারেখা’, ‘ফাগুন বউ’, ‘সাত ভাই চম্পা’, ‘দেবী চৌধুরাণী’ ও ‘কে আপন কে পর’। সাপ্তাহিক এই জরিপ থেকে আরও জানা গেছে, জি বাংলা আর স্টার জলসার এই সিরিয়ালগুলোর ব্যাপারে দশের্কর আগ্রহ সবচেয়ে বেশি। কিন্তু একেবারই জনপ্রিয় হচ্ছে না- এমন বাংলা সিরিয়ালের সংখ্যা কম নয়! এসব সিরিয়ালের ব্যাপারে টিভি চ্যানেলের কতৃর্পক্ষ খুব সজাগ। কীভাবে দশের্কর আগ্রহ বাড়ানো যায়। জানা গেছে, জনপ্রিয় না হওয়া সিরিয়ালগুলোর মধ্যে রয়েছে ‘ভ‚মিকন্যা’, ‘ভানুমতীর খেল’, ‘টেক্কা রাজা বাদশা’, ‘প্রতিদান’, ‘আমলকী’, ‘রাখিবন্ধন’, ‘ইরাবতীর চুপকথা’, ‘বাজল তোমার আলোর বেণু’ ও ‘ভজগোবিন্দ’। এদিকে ‘রাখিবন্ধন’ সিরিয়াল নিয়ে স্টার জলসা কতৃর্পক্ষের ঘুম চলে গেছে। কারণ, অনেক দিন থেকেই ‘রাখিবন্ধন’ সিরিয়ালটি জনপ্রিয়তার শীষর্ তালিকায় ছিল। কিন্তু এবার গল্প বদলে গেছে। গল্প এগিয়ে গেছে ১২ বছর। এই সিরিয়ালের অন্যতম প্রাণ খুদে রাখি চ্যাটাজির্ আর বন্ধন চ্যাটাজির্। এই চরিত্র দুটিতে এত দিন যারা অভিনয় করেছে, সেই কৃতিকা চট্টোপাধ্যায় ও সোহম বসু রায় চৌধুরী আর নেই। এখন এই দুটি চরিত্রে এসেছেন নতুন দুজন শিল্পী। এক মাস না যেতেই বোঝা গেছে, সিরিয়ালটির গল্প নিয়ে নিরীক্ষা পছন্দ করেননি দশর্ক।