সংগীতশিল্পী সুবীর নন্দীকে আজীবন সম্মাননা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
সুবীর নন্দীর হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন ফরিদুর রেজা সাগর, মো. খুরশীদ আলম, আবদুর রশীদ মজুমদার, আজাদ রহমান ও শাইখ সিরাজ (বঁা থেকে)
এবার ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়াডর্স ২০১৮’ অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভ‚ষিত হয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সুবীর নন্দী। গত শুক্রবার রাতে হবিগঞ্জের ‘দ্য প্যালেস’ রিসোটের্র উন্মুক্ত চত্বরে আয়োজন করা হয় সংগীতের এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। সুবীর নন্দীর হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বাতার্প্রধান শাইখ সিরাজ; ট্রান্সকম বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী, ইমপ্রেস গ্রæপের চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, সংগীতজ্ঞ আজাদ রহমান ও সংগীতশিল্পী মো. খুরশীদ আলম। পুরস্কারপ্রাপ্তির অনুভ‚তি জানাতে গিয়ে সুবীর নন্দী বলেন, ‘আমার জন্মস্থান হবিগঞ্জ। এখানেই আমাকে সম্মানিত করা হলো। আমার জন্মভ‚মিতে চ্যানেল আই আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, আমি খুব সম্মানিত বোধ করছি। এ সম্মাননা আমার একার নয়, পুরো হবিগঞ্জবাসীর।’ অনুষ্ঠানে বাংলা গানের ইতিহাস পাঠ করেন আফসানা মিমি। এ ছাড়া কীতর্ন গেয়েছেন চন্দনা মজুমদার, গজল মিতালী মুখাজির্, লালনগীতি কিরণ চন্দ্র রায়, রবীন্দ্রসংগীত তপন মাহমুদ, নজরুলসংগীত ছন্দা চক্রবতীর্, দ্বিজেন্দ্র লাল রায়ের গান অণিমা রায়, আলতাফ মাহমুদের গান শিমুল ইউসুফ, রবিন ঘোষের গান ফাহমিদা নবী। স্বাধীন বাংলা কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করেন দেশের গান। পুরস্কার প্রদানের ফঁাকে ফঁাকে নাজমা জামান, পিলু মমতাজ, সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা ও আঞ্জুমান আরা বেগমের গান পরিবেশন করেন মেহরীন, কোনাল, কনা, রমা, এলিটা ও আলিফ। মৌলিক গান গেয়েছেন ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-এর ঐশী, তিশা, মৌমিতা, ফাতেমা, লতা, তরিক ও জনি। নৃত্য পরিবেশন করেন নুসরাত ফারিয়া। এক নজরে চ্যানেল আই মিউজিক অ্যাওয়াডর্স ২০১৮: গোল্ডেন ভয়েস পুরস্কার রবীন্দ্রসংগীত: রেজওয়ানা চৌধুরী বন্যা, নজরুলসংগীত: ফেরদৌস আরা, লোকসংগীত: মমতাজ, ছায়াছবি গান: সামিনা চৌধুরী, আধুনিক গান: কুমার বিশ্বজিৎ, নিমার্তা: আফজাল হোসেন। এদিকে শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও মা সারদা দেবীকে নিয়ে লেখা ১২টি মৌলিক গান গাইলেন প্রখ্যাত সংগীতশিল্পী সুবীর নন্দী। জনপ্রিয় ফ্যাশন হাউস ‘বিশ্ব রঙ’-এর পৃষ্ঠপোষকতায় মিউজিক টুডে থেকে সম্প্রতি অ্যালবামটি প্রকাশ হয়েছে। ‘যত মত তত পথ’ শ্রী রামকৃষ্ণ পরমহংসের এই বাণীকে শিরোনাম করে এ অ্যালবামের নাম দেয়া হয়েছে ‘প্রণামাঞ্জলী’। এ অ্যালবাম প্রসঙ্গে সুবীর নন্দী বলেন, ‘বহু বছর আগে এ ধরনের ধমীর্য় প্রচলিত গান একটি মিশ্র অ্যালবামে গেয়েছিলাম। তবে এবারই প্রথম একক অ্যালবাম করলাম।’ তিনি আরও বলেন, ‘ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ মহারাজের আশা ছিল শ্রী শ্রী ঠাকুর, মা সারদা দেবী ও স্বামীজিকে নিয়ে মৌলিক কিছু গান করি, আমার সংগীতজীবনের শেষ প্রান্তে এসে তার কথা রাখলাম।’