বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদ ধারাবাহিকে তারা ৩ জন

বিনোদন রিপোর্ট
  ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০
ঊর্মিলা শ্রাবন্তী কর, মীর সাব্বির ও আইরিন তানি

এ সময়ের ব্যস্ত ও আলোচিত নাট্যাভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর নিজের মতো করে কিছুটা দিন সময় কাটিয়ে আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। এদিকে সিনিয়র অভিনেতা মীর সাব্বির বলা যায় বছরের পুরোটা সময়ই নাটকে অভিনয়ের ফাঁকে ফাঁকে ব্যস্ত ছিলেন সরকারি অনুদানে তার নির্মিত প্রথম সিনেমা 'রাত জাগা ফুল' নিয়ে। আরেক উদীয়মান অভিনেত্রী আইরিন তানিও বেশ সময় কাটাচ্ছেন। এই তিন অভিনয়শিল্পীকে এবার একসঙ্গে আগামী ঈদে আরটিভির একটি সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকে দেখা যাবে। নাটকের নাম 'বাঁশের চেয়ে কঞ্চি বড়'। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং নির্মাণ করেছেন মাহমুদ হাসান রানা। এরই মধ্যে রাজধানীর অদূরে পুবাইলের একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, 'রানার নির্দেশনায় এর আগে একটি খন্ড নাটকে অভিনয় করেছিলাম। বেশ যত্ন নিয়েই কাজ করে রানা। ঈদ ধারাবাহিকটির গল্প চমৎকার। আমার চরিত্রের নাম মুহুরি মীর উল্যাহ। একটি মজার চরিত্র। যেহেতু নাটকটির গল্প অনেকটাই কমেডি ঘরানার, তাই আমার বিশ্বাস নাটকটি দর্শকের কাছে ভালো লাগবে। আর আমার সহশিল্পী হিসেবে ঊর্মিলা, আইরিন তানিও বেশ চমৎকার অভিনয় করেছেন।'

ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, 'একই পরিচালকের নির্দেশনায় এর আগে আমি বেক্কল জামাই, এনায়েত আলীর সংসার, ভাগের স্বামী'সহ আরও বেশকিছু নাটকে অভিনয় করেছি। তিনি অনেক যগ্ন নিয়ে মাথা ঠান্ডা রেখে কাজ করেন। যে কারণে প্রত্যেকটি কাজই অনেক ভালো হয়। এই ঈদ ধারাবাহিকটিও অনেক ভালো হয়েছে। নাটকটির গল্প একটি পারিবারিক দ্বন্দ্বের গল্প নিয়ে নাটক। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে। রানার নির্মাণে কোনো দিক দিয়ে কোনো ঘাটতি থাকে না। যে কারণে প্রত্যেকটি কাজই অনেক ভালো হয়।' আইরিন তানি বলেন, 'নাটকটির গল্প, শিল্পী নির্বাচন, আমার চরিত্র সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হয়েছে। ঈদের জন্য যে ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ করা উচিত, এই নাটকটি ঠিক তেমনি গল্পের একটি নাটক।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে