'মণিকর্ণিকা'র সিকুয়ালের ঘোষণা কঙ্গনার

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

বিনোদন ডেস্ক
কঙ্গনা রানৌত
না, এবার আর বিতর্ক কিংবা বিস্ফোরক কোনো মন্তব্য নয়, নতুন কিছুর ঘোষণা দিলেন বলিউডের 'কুইন' খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানৌত। ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল তার প্রযোজনার প্রথম ছবি 'মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি'। রানি লক্ষ্ণীবাঈয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা। ১২৫ কোটি টাকা বাজেটের ছবিটি বক্স অফিসে প্রায় দেড়শো কোটি টাকা আয় করেছিল। সেই ছবিরই সিকু্যয়াল তৈরি করার কথা বৃহস্পতিবার ঘোষণা করলেন বলিউডের বহুল আলোচিত এ অভিনেত্রী। জানালেন এবার কাশ্মীরের রানি দিদ্দার কাহিনি দর্শকদের সামনে তুলে ধরবেন তিনি। নেটদুনিয়া থেকে যেটুকু জানা গেছে তাতে, লোহারা রাজবংশের মেয়ে ছিলেন দিদ্দা। রাজা কাসেমাগুপ্তর সঙ্গে তার বিয়ে হয়। শিকারের শখ ছিল কাসেমাগুপ্তর। রাজা হওয়ার কিছুদিন পরই অজানা জ্বরে তার মৃতু্য হয়। নাবালক ছেলে অভিমনু্যর অভিভাবক হিসেবে রানি দিদ্দা রাজ্যভার গ্রহণ করেন। পুরুষতান্ত্রিক সমাজে অনেকেই তার বিরোধিতা করেছিল। ষড়যন্ত্র করে হত্যার চেষ্টাও হয়েছিল। কিন্তু দিদ্দা কঠোরহাতে সব বিদ্রোহ দমন করেন। একটা সময় পর ছেলে অভিমনু্যরও মৃতু্য হয়। তারপর দিদ্দার তিন নাতিও অস্বাভাবিকভাবে মারা যায়। ইতিহাসবিদের অনেকের দাবি, ক্ষমতালোভী দিদ্দা নিজের তিন নাতিকে খুন করিয়ে সাম্রাজ্যের অধিকার একা ভোগ করেন। অনেকে আবার দিদ্দার নৃশংসতার বিবরণকে পুরষতন্ত্রের অপপ্রচার বলে মনে করেন। জন্মসূত্রে শারীরিক সমস্যা থাকলেও দিদ্দার কূটনৈতিক বুদ্ধি, যুদ্ধকৌশল ও প্রশাসনিক ক্ষমতা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। দুবার নাকি তিনি মাহমুদ গজনিকে হারিয়েছিলেন।