শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় পিছিয়ে যাচ্ছে হলিউডের সব সিনেমা!

বিনোদন ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০
'বস্ন্যাক উইডো' ছবির দৃশ্য

করোনা পরিস্থিতির কারণে ক্রমেই বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্বের বড় বড় সিনেমা হলগুলো। ফলে একের পর এক পিছিয়ে যাচ্ছে হলিউডের আলোচিত সব সিনেমার মুক্তির তারিখ। গত বছরের শেষদিকে ওয়ার্নার ব্রস ঘোষণা দিয়েছিল, ২০২১ সালে তারা তাদের সব ছবি একই সাথে সিনেমা হল ও স্ট্রিমিং সাইট এইচবিও ম্যাক্সে মুক্তি দেবে। তাদের এ সিদ্ধান্তে চমকে গিয়েছিলেন অনেক সিনেমা অপারেটর, প্রতিদ্বন্দ্বী স্টুডিও, এমনকি অনেক পরিচালকও। সবার কথা ছিল ভ্যাকসিন তো চলে আসছে, তাহলে এমন বড় সিদ্ধান্ত কেন? কিন্তু ভ্যাকসিন নিয়ে যুক্তরাষ্ট্র যে গতিতে এগোচ্ছে এবং বিশ্বপরিস্থিতি যেমনটা দাঁড়িয়েছে তাতে এখন সবাই ওয়ার্নার ব্রসের সিদ্ধান্তকেই বরং দূরদর্শী হিসেবে বিবেচনা করছেন। ওয়ার্নার ব্রসের বড় প্রকল্প 'ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইট্টিফোর' বক্স অফিসে হতাশা জাগিয়েছে। গত ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি তার নির্মাণ বাজেট তুলে আনতে পারবে কিনা এখন তা নিয়েই সংশয় দেখা দিয়েছে।

ভ্যাকসিন আসার পরও যে মানুষের সিনেমা হলে ফিরতে যথেষ্ট সময় লাগবে সেটা পশ্চিমা দুনিয়ার সিনেমাসংশ্লিষ্টরা ভালোই বুঝতে পারছেন। গত বছর বেশিরভাগ বস্নকবাস্টার মুক্তি না পাওয়ায় এ বছর বড় ছবির সিরিয়াল তৈরি হয়েছে। এ বছরের প্রথমার্ধেই অনেকগুলো বড় ছবি মুক্তি পাওয়ার কথা।

যুক্তরাষ্ট্রে এখনো করোনা সংক্রমণ বিপদসীমায়। দেশটির ৬৫ শতাংশ সিনেমা হলই বন্ধ। সিনেমার জনপ্রিয় বাজার লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কের হলগুলো বন্ধ রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সিনেমা হলের পরিস্থিতি স্বাভাবিক হওয়াটা এখন দুঃস্বপ্ন। গত বছর মার্চে যুক্তরাষ্ট্রে হলগুলো বন্ধ করে দেওয়ার সময় পরিস্থিতি যেমন ছিল, এখনো তেমনটিই দেখা যাচ্ছে।

হলিউডের অল্প কয়েকটি বড় ছবি বছরের প্রথমার্ধে মুক্তি দেওয়ার কথা রয়েছে সনির 'সিন্ডারেলা' (৫ ফেব্রম্নয়ারি), ডিজনির 'দ্য কিংস ম্যান' (১২ মার্চ) ও সুপারহিরো থ্রিলার 'মরবিয়াস' (১৯ মার্চ)। পর্যবেক্ষকরা বলছেন, হাইব্রিড ডিজিটাল ব্যবস্থা ছাড়া ছবিগুলো নির্ধারিত তারিখে মুক্তি পাবে বলে মনে হচ্ছে না। মে মাসে হলিউডের বেশ কয়েকটি বড় ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে, যার মধ্যে আছে 'বস্ন্যাক উইডো', 'গডজিলা ভার্সেস কং', 'ফ্রি গাই', 'এফ নাইন'। কিন্তু সামনে দু-এক মাসে পরিস্থিতির উন্নতি না হলে এগুলোর মুক্তি পিছিয়ে দেওয়া হবে। 'সিন্ডারেলা' তার ফেব্রম্নয়ারির মুক্তির তারিখ ঠিক রাখতে পারবে কিনা- তা নিয়ে যথেষ্ট সন্দিহান ভ্যারাইটি। সনি কর্তৃপক্ষ অবশ্য ভ্যারাইটির এ সন্দেহের প্রশ্নের কোনো জবাব দেয়নি।

২০০ মিলিয়ন ডলার বা তার বেশি খরচ করে নির্মিত কোনো ছবি বর্তমান পরিস্থিতিতে লাভ তুলে আনতে পারবে এমনটা মনে করেন না কেউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে