প্রযোজনায় ঝুঁকছেন নায়িকারা

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২১, ০০:০০

জাহাঙ্গীর বিপস্নব
অভিনয় করতে করতে এক সময় প্রযোজকের খাতায় নাম লেখান তারকারা। এই ধারা শুরু হয়েছে বেশ কয়েক দশক আগে থেকেই। চলচ্চিত্রের বেলায় দেখা গেছে, অনেক নায়ক কিংবা অভিনেতা প্রযোজনা করতে এসে অনেকেই ব্যর্থ হয়ে সিনেমা নির্মাণ থেকে দূরে সরে গেছেন। আবার সোহেল রানা, জসিম, ওস্তাদ জাহাঙ্গীর আলম, উজ্জ্বল, রুবেল, মান্না এবং ইলিয়াস কাঞ্চন ও হাল সময়ের শীর্ষ চাহিদাসম্পন্ন নায়ক শাকিব খানের মতো অনেককেই নিয়মিত সিনেমা প্রযোজনা করতে দেখা গেছে। কিন্তু নায়িকাদের বেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। তাদের বেশিরভাগই শখের বশে, কেউ আবার নিজেদের থমকে যাওয়া অভিনয়জীবনে নতুন গতির সঞ্চার করতে, কেউবা আবার ভালো চলচ্চিত্র পরিচালকের ছবিতে অভিনয় করতে প্রযোজনায় নাম লিখিয়েছেন। দেশীয় চলচ্চিত্রের নায়িকারা যুগে যুগে এমন ভাবনা থেকে নায়িকা অবস্থায় ছবি বানানোর সঙ্গে নিজেদের যুক্ত করেছেন। দেশ স্বাধীনের আগে থেকে এই প্রচলন শুরু হয় বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত কবরী। এরপর সুজাতা, কবরী, ববিতা, শাবানা মৌসুমীসহ অনেক প্রতিষ্ঠিত নায়িকাই প্রযোজনা করতে গিয়ে থেমে গেছেন। দুয়েকটা ছবির পরই প্রযোজনার আগ্রহ হারিয়ে ফেলেছেন তারা। এরপর লম্বা একটা সময় অতিবাহিত হলেও মাঝখানে কোনো চিত্রনায়িকাকে সিনেমা নির্মাণে লগ্নি করতে দেখা যায়নি। যদিও ২০০৫-সালের দিকে শাবনূর এবং ফেরদৌস ঘটা করে 'লাইলী মজনু' নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন যৌথভাবে। এমনকি দুজনের নামের আদ্যাক্ষর দিয়ে 'এস-এফ প্রোডাকশন' খুলে এফডিসিতে মিষ্টিও বিতরণ করেন। কিন্তু এরপর বেশ কয়েক বছর কেটে গেলেও প্রযোজনায় আসা হয়নি শাবনূর-ফেরদৌসের। স্থগিত হয়ে যায় 'লাইলী মজনু' প্রকল্প। তবে বেশ কয়েক বছর ধরে সময়ের চাহিদাসম্পন্ন নায়িকারা প্রযোজনায় এসেছেন। মাহিয়া মাহী, ইয়ামিন হক ববি, মিষ্টি জান্নাত ও তমা মির্জার পর এই তালিকায় সর্বশেষ নাম লেখালেন অপু বিশ্বাস। দেশীয় চলচ্চিত্রের অন্যতম এ নায়িকা করোনার কারণে দীর্ঘ বিরতির পর তিনিও সবার মতো কাজে ফিরেছেন। সম্প্রতি শেষ করেছেন তার নতুন ছবি 'প্রিয় কমলা'র শুটিং। নায়িকা তকমার বাইরে নতুন এক পরিচয়ে সিনেপ্রেমিদের সামনে হাজির হচ্ছেন অপু। নিজের ছেলের নামে প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন তিনি। 'অপু-জয় প্রোডাকশন হাউস' নামে নতুন যাত্রা শুরু করছেন তিনি। ক'দিন আগেই অপু জানিয়েছিলেন ভালো কাজ করা হচ্ছে না। হয়তো এবার ভালো কিছু কাজ উপহার দেওয়ার জন্যই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন এই অভিনেত্রী। সম্প্রতি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। এরই মধ্যে কর্মপরিকল্পনাও সাজিয়েছেন তিনি। আপাতত নাটকের মধ্যেই এ কার্যক্রম সীমিত রাখতে চান এ নায়িকা। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে কাজের পরিধি বৃদ্ধি করবেন বলে জানিয়েছেন। তমা মির্জা বলেন, 'অনেকদিন ধরেই প্রযোজনা শুরু করার পরিকল্পনা করছি। তবে করোনাভাইরাসের কারণে পরিকল্পনা বাস্তবায়ন করতে বিলম্ব হচ্ছিল। এখন এ পরিস্থিতিতেই কাজ শুরু চিন্তা করছি। নির্মাতা ও নাট্যকারদের সঙ্গে যোগাযোগ করছি। সুবিধাজনক সময়েই নাটকের কাজ শুরু করব। তবে সব নাটকেই আমি অভিনয় করব না। টিভি চ্যানেলের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। নাটকে বিনিয়োগ করে যদি তা ফেরত পাই, তাহলে এ মাধ্যমে নিয়মিতই কাজ করব। চলচ্চিত্র প্রযোজনা করারও পরিকল্পনা আছে আমার।' হাল সময়ের অন্যতম নায়িকা ইয়ামিন হক ববিও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। মডেলিং ও চলচ্চিত্রে অভিনয়ের জন্যই পরিচিত ববি। তবে প্রযোজক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৪ সালে সিনেমা প্রযোজনা করেন তিনি। ২০১৯ সালে আবারও প্রযোজক হিসেবে দেখা যায় তাকে। ওই বছরই 'নোলক' নামের একটি সিনেমা প্রযোজনা করেন তিনি। কিন্তু মাঝখানে পরিচালক নিয়ে দ্বন্দ্ব এবং সেন্সর জটিলতার কারণে দীর্ঘদিন অন্ধকারে পড়ে থাকে সিনেমাটি। এরপর এটি মুক্তি পেলেও আহামরি কোনো ব্যবসা করতে পারেনি 'নোলক'। তারপরও থেমে নেই ববি। অভিনয়ের পাশাপাশি সময় সুযোগ এবং ভালো চিত্রনাট্য ও কলাকুশলী পেলে আবারও সিনেমা বানাবেন বলে আশ্বাস দিয়েছেন এ নায়িকা। হাল সময়ের আরেক আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনিও নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন আগেই। কিছুদিন আগে অনেকটা ঢাকঢোল পিটিয়ে এফডিসির ৭ নম্বর ফ্লোরে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেন পরীমনি। অভিনয়ের তিন বছরে মাথায় বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে 'সোনার তরী' নামের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা দেন এ নায়িকা। পরীমনি প্রযোজিত প্রথম ছবি 'ক্ষত' পরিচালনা করেন শামীম আহমেদ। চলতি সময়ে ছদ্মনামেও বেশ কয়েকটি সিনেমাতে লগ্নি করছেন বলেও গুঞ্জন আছে চলচ্চিত্রমহলে। ২০১৮ সালে জয়া আহসান 'দেবী' নির্মাণ করে আলোচিত প্রযোজক হিসেবে পরিচিতি পেয়েছেন। চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিও নতুন বছরে প্রযোজনায় আসবেন বলে জানিয়েছেন। 'চিনি বিবি'খ্যাত নায়িকা মিষ্টি জান্নাত এক সময় নিয়মিত নাটক প্রযোজনা করলেও কয়েক বছর ধরে সিনেমা প্রযোজনা করছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান 'হেভেন মাল্টিমিডিয়া' থেকে এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমা নির্মাণের কাজ হাতে নিয়েছেন। ভারত-বাংলাদেশ যৌথভাবেও সিনেমা বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়া চিত্রনায়িকা মাহিয়া মাহীও নিয়মিত সিনেমা নির্মাণের আশ্বাস দিয়েছেন। যদিও অভিনয়ের আড়াই বছরের মাথায় প্রযোজনার ঘোষণা দেন এ নায়িকা। এমনকি তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবির পরিচালক হবেন জাকির হোসেন রাজু- প্রাথমিকভাবে এমন কথাও বলেছিলেন তিনি। কিন্তু মাস পেরিয়ে বছর চলে গেলেও 'স্করপিয়ন' নামের সেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আজও কোনো ছবি নির্মিত হয়নি। প্রযোজনার বিষয়ে মাহি বলেছিলেন, 'চলচ্চিত্রের সময়টা বদলে যাচ্ছে। সামনে ভালো দিন আসছে। আমি এ সময়ের একজন সাক্ষী হয়ে থাকতে চাই। কাজটি নিয়মিতই করতে চাই।'