সা ক্ষা ৎ কা র

মানসম্মত কাজে আনন্দ আছে

নাটক ও চলচ্চিত্রের আলোচিত অভিনেতা আরমান পারভেজ মুরাদ। নব্বই দশক থেকে অভিনয়ের সঙ্গে জড়িত তিনি। খুব বেশি দেখা না গেলেও মানসম্মত কাজের মাধ্যমে হাজির হন নাটক-সিনেমায়। এ অভিনেতা শুধু অভিনয়শিল্পীই নন আবৃত্তিশিল্পী হিসেবেও তার সুনাম রয়েছে। অভিনয়, আবৃত্তি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা হলো তার সঙ্গে

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
আরমান পারভেজ মুরাদ
এ সময়ে ব্যস্ততা... নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছি। 'অপারেশন সুন্দরবন'. 'শান', 'আগস্ট ১৯৭৫', 'চিরঞ্জীব মুজিব' ও 'সুজুকি' চলচ্চিত্রের কাজ শেষ করেছি। আর নাটকে কাজ করছি এটিএন বাংলার 'স্মৃতির আল্পনা আঁকি' নামে একটি দীর্ঘ ধারাবাহিকে। এ ছাড়া বিখ্যাত ময়মনসিংহ গীতিকা অবলম্বনে আরেকটি দীর্ঘ ধারাবাহিক নাটক 'কাজল রেখা'তে অভিনয় করছি। 'কাজল রেখা'র চ্যালেঞ্জিং চরিত্রে... সব সময়ই নির্মাতারা আমাকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয়। তাদের বিশ্বাস তাতে আমি ভালো করব। কারণ কাজের সময় আমি খুব সিরিয়াস। বিভিন্ন ধরনের চরিত্র করে দর্শকদের দেখানোটাই একজন অভিনেতার দায়িত্ব। তেমনই 'কাজল রেখা' আমার জন্য নতুন চ্যালেঞ্জের নাম। এ নাটকের চরিত্রটিও সততার সঙ্গে করার চেষ্টা করছি। চলচ্চিত্রের খল চরিত্রে... খল চরিত্রে আগে অভিনয়ের অভিজ্ঞতা না থাকলেও বেশ সাবলীলভাবেই 'অপারেশন সুন্দরবন' ও 'শান' চলচ্চিত্রে অভিনয় করেছি। আসলে খল চরিত্রে অভিনয় করাই বেশি কঠিন। তারপরও চেষ্টা করেছি স্বাভাবিকভাবে অভিনয় করতে। আশা করছি দর্শক এ দুটি চলচ্চিত্রের মাধ্যমে আমাকে অন্য এক মুরাদ হিসেবে চিনবে। এখন থেকে খল চরিত্রেও অভিনয় করতে চাই। অভিনয়ে অনিয়মিত... নিয়মিত কাজ করার মতো পরিবেশ আমাদের এখানে নেই। এখানে অনেক ধরনের বাধা। সিন্ডিকেট, লবিংয়ের মাধ্যমে কাজ করতে হয়। যোগ্যদের সুযোগের অভাব রয়েছে। এসব কারণেই নিয়মিত কাজ করা সম্ভব হয়নি। ভালো চরিত্র পেলে কখনো হাতছাড়া করি না। মানসম্মত কাজে আনন্দ আছে। আবৃত্তিতে... ছাত্রজীবন থেকেই আমি আবৃত্তি চর্চা করি। অভিনয়ের মতো আবৃত্তিও আমার ভালো লাগে। আবৃত্তি অভিনয়ের জন্য অনেক সহায়ক। কয়েকমাস আগে ইউটিউবে 'গোলাপের শব্দ' নামে আমার একটি কবিতা প্রকাশ হয়েছে। প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। আবৃত্তি নিয়ে নতুন পরিকল্পনা রয়েছে।