সা ক্ষা ৎ কা র

সততা আর সাহস থাকা সবচেয়ে জরুরি

শোবিজের আলোচিত নাম তানিয়া আহমেদ। যিনি একাধারে মডেল, অভিনেত্রী, পরিচালক ও উপস্থাপক। দীর্ঘ ১৪ মাস পর গত ১৯ জানুয়ারি এই অভিনেত্রী দেশে ফিরেছেন। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। কথা হলো তার সঙ্গে

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
তানিয়া আহমেদ
১৪ মাস পর... টানা ১৪ মাস আমেরিকায় ছিলাম। আরও আগে ফেরার কথা ছিল কিন্তু করোনার কারণে ফিরতে সময় লাগল। গত ১৯ জানুয়ারি দেশে ফিরেছি। দেশে ফিরেই জিটিভির 'অনন্যা' অনুষ্ঠানটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। ২৮ জানুয়ারি পর্যন্ত এটি নিয়ে ব্যস্ত থাকব। অনন্য 'অনন্যা'... নারীদের নিয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান 'অনন্যা'। জিটিভি চালু হবার শুরু থেকেই আমি এ অনুষ্ঠানের উপস্থাপনা করে আসছি। এজন্য শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় মোস্তাফিজুর রহমান ভাইকে। কারণ তিনিই আমার উপর আস্থা রেখেছিলেন। আমি তার সম্মান রাখতে যথেষ্ট মনোযোগ দিয়ে উপস্থাপনা করেছি। ধন্যবাদ জিটিভি কর্তৃপক্ষকে আমার উপর আস্থা রাখার জন্য। দীর্ঘদিনের পথচলা... দীর্ঘদিনের এই পথচলায় এই অনুষ্ঠানটিকে আমার নিজের সন্তানেরই মতো অনুভূত হয়। এখন কয়েক বছরে অনুষ্ঠানের আঙ্গিক কিছুটা বদলেছে। তবে মূল বিষয় যা ছিল তাই আছে। এখনো অনুষ্ঠানের রেকর্ডিং শুরুর আগে আমরা রিহার্সেল করে নেই। এটি শিখেছি সিনিয়র শিল্পীদের থেকে। যেমন সুবর্ণা আপারা টিভি নাটকে অভিনয় করার আগে রিহার্সেল করে নিতেন। ফের নাটকে অভিনয়... সর্বশেষ মুসাফির রনির নির্দেশনায় 'একটি ভুলের গল্প' নাটকে অভিনয় করেছিলাম আমেরিকায় যাওয়ার আগে। দেশে ফেরার পর নাটকের প্রস্তাব পাচ্ছি। তবে গড়পড়তা সব কাজ নয়, মানসম্মত নাটক করতে চাই। সেই ভাবনা থেকে ঈদের নাটক দিয়েই অভিনয়ে ফিরছি। শিগগিরই সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় সাত পর্বের ঈদ ধারাবাহিকে শুটিং শুরু করব। এছাড়া বিজ্ঞাপনের প্রস্তাবও পেয়েছি। এখানেও একটু ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেব। পরিচালনায় নতুন চলচ্চিত্র... 'ভালোবাসা এমনই হয়' চলচ্চিত্রের পর আগ্রহ বেড়ে যায়। দেশের বাইরে থাকলেও নতুন চলচ্চিত্রের স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছি। সবেমাত্র দেশে ফিরলাম। নিজেকে একটু গুছিয়ে নিই। এরপর চলচ্চিত্রের কাজে হাত দেব। আমি সব সময় এডভান্স ভেবেছি। এবারেও তাই। একেবারে তরুণদের জীবন নিয়ে কাজ করতে চাই। দারুণ একটা চলচ্চিত্রের পস্নট মাথায় ঘুরছে। দেখা যাক কি হয়। নতুন অভিনেত্রীদের সামাজিক নিরাপত্তা... নিজের ভেতরে সততা আর সাহস থাকাটা সবচেয়ে জরুরি। এটা থাকলে কোনো অসুবিধা হয় না। কারণ সমাজে খারাপ মানুষের সংখ্যা সব সময় কম থাকে। সমাজে ভালো মানুষ আছে বলেই সমাজ চলমান। তাই কাকে বন্ধু হিসেবে বাছাই করা হচ্ছে। সেটাই মুখ্য হয়ে যায় জীবনে। আমি প্রথমে নতুন কোনো মেয়ের সঙ্গে কাজ করতে গেলে তার পরিবারের সঙ্গে কথা বলে নিতাম। এটা আমার দায়িত্ব ও জরুরি মনে হয়েছে।