'গরম ভাতের গন্ধ'

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

বিনোদন রিপোর্ট
মোশাররফ করিম জাকিয়া বারী মম
টিভি ও চলচ্চিত্র অভিনেতা মোশাররফ করিম ও এ সময়ের আলোচিত অভিনেত্রী জাকিয়া বারী মম। এর আগে তারা নাট্যপরিচালক সকাল আহমেদের পরিচালনায় অনেক নাটকে কাজ করেছেন আলাদা আলাদাভাবে। তবে এবারই প্রথম সকাল আহমেদ'র পরিচালনায় মোশাররফ করিম ও মম একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম 'গরম ভাতের গন্ধ'। নাটকটি রচনা করেছেন ইসরাত আহমেদ। নাটকটিতে ক্যামেরাম্যান হিসেবে ছিলেন নেহাদ, মেকআপ আর্টিস্ট হিসেবে ছিলেন রবি এবং প্রোডাকশন ম্যানেজার হিসেবে ছিলেন বিলস্নাল। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, 'নিঃসন্দেহে একটি অসাধারণ স্ক্রিপ্টে আমরা কাজ করেছি। মাঝে মাঝে আমি অন্য গল্প খুঁজি। এটা ঠিক তেমনি অন্য গল্পের একটি নাটক। গরম ভাতের গন্ধ নিয়ে মনস্তাত্ত্বিক জটিলতার গল্প নিয়েই মূলত এই নাটক। আমাদের জীবনের গল্পের বাইরের কোনো গল্প নয়। নাটক দেখে যারা আসলেই ভাবিত হতে চায়, তাদের ভাবনার খোরাক হতে পারে এই নাটক। সকাল আহমেদের নির্দেশনায় যতগুলো কাজ করেছি, প্রত্যেকটিই খুউব ভালো নাটক। ছোটবেলা থেকেই আমি চাপে থাকতে পছন্দ করি না। কিন্তু আমি সব সময় চাপেই থাকি। যে কারণে সব সময় সকালের নির্দেশনায় কাজ করা হয়ে উঠে না। আর মম নিঃসন্দেহে খুব ভালো অভিনেত্রী। তাদের সঙ্গে সব সময়ই কাজ চমৎকার হয়ে ওঠে।'