চলে গেলেন বিটিভির জনপ্রিয় সংবাদ পাঠক ওয়াকার খান

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

বিনোদন রিপোর্ট
না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের সত্তর ও আশির দশকের জনপ্রিয় সংবাদ পাঠক ওয়াকার খান। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওহাইও সময় সকাল পৌনে ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৪৫ মিনিট) ঙযরড় ঝঃধঃব টহরাবৎংরঃু ঐড়ংঢ়রঃধষ-এ করোনা পরবর্তী স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ওহাইও স্থানীয় সময় দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় ২৩ জানুয়ারি ০১:৩০ মিনিটে) ঈড়ষঁসনঁং ওংষধসরপ ঈবহঃবৎ, ঙযরড় টঝঅ-তে তার দাফন সম্পন্ন হয়। তার বয়স হয়েছিল ৬৬ বছর। ওয়াকার খান ১৯৮৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, ভাইবোন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভার্থী রেখে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নাছিরাবাদ গ্রামের খাঁন বাড়ির সন্তান ওয়াকার খান। তিনি পেশাগত জীবনে ইসলাম গ্রম্নপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন।