শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছোটপর্দার অনুষ্ঠানমালা

নতুনধারা
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

আরটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'হুলুস্থুল টিভি'। জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও জাহিদ হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, শারমিন জোহা শশী, আরফান আহমেদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, আলী রাজ, জামিল হোসেন, সজিব, আমিন আজাদ প্রমুখ

চ্যানেল আইতে আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে রাবেয়া খাতুনের উপন্যাস নিয়ে নাটক 'অমিত্রাক্ষর'। অভিনয়ের পাশাপাশি এ নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হায়াত। মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন ও সাজ্জাদ।

এনটিভিতে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮.২০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক 'পরের মেয়ে'। সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, দিলারা জামান, ইন্তেখাব দিনার, গোলাম কিবরিয়া তানভীর, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গওহর, টয়া, হিন্দোল রায়সহ অনেকে।

মাছরাঙা টেলিভিশনে সপ্তাহের প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৯ টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক '১০০-তে একশ'। মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। অভিনয় করেছেন জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, মিম মানতাশা, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠুসহ আরও অনেকে।

বৈশাখী টেলিভিশনে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক 'মধুপুর'। নাটকটি পরিচালনা করেছেন এস.এম. শাহীন। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, অরুণা বিশ্বাস, ফারুক আহমেদ, নাদিয়া, মীর সাব্বির, এস. এম. মহসিন, নাজিরা মৌ, তানভির মাসুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে