আটের্সলের লিংকনকে লিগ্যাল নোটিস

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
দেশের রক ধারার অন্যতম জনপ্রিয় ব্যান্ড আটের্সলের ভোকাল জজর্ লিংকন ডি কস্টাকে লিগ্যাল নোটিস পাঠিয়েছে ফটোগ্রাফার জাহিদ হাসান ফাহাদ। ১৬ সেপ্টেম্বর ফাহাদের পক্ষে লিগ্যাল নোটিসটি পাঠিয়েছেন সুপ্রিম কোটের্র আইনজীবী তানজিম আল ইসলাম। নোটিসে বলা হয়েছে, ২০১৫ সালে জাহিদ হাসান ফাহাদ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। তিনি শুধু আটের্সল ব্যান্ডের ছবি তুলেছেন, নিদির্ষ্ট কোনো সদস্যের নয়। যা শুধু ব্যান্ডের প্রচারণার কাজে ব্যবহৃত হতে পারে। কিন্তু স¤প্রতি জজর্ লিংকন ডি কস্টা তার ব্যক্তিগত প্রচারের জন্য জাহিদ হাসান ফাহাদের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করেছেন। তৃতীয় পক্ষকে হস্তান্তর করে সহায়তা করেছেন। যা বিদ্যমান কপিরাইট আইনের লঙ্ঘন। অনতিবিলম্বে বিনা অনুমতিতে ব্যবহৃত ছবি অপসারণ না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আটের্সলের ভোকাল লিংকন বলেন, ‘ফাহাদ আমাদের ছোট ভাইয়ের মতো। মাঝে মধ্যে আমাদের ব্যান্ডের ছবিও তুলত। এজন্য পারিশ্রমিক হিসেবে প্রতি মাসে কিছু টাকাও তাকে দিতাম। তবে অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে ফাহাদের সঙ্গে আমাদের কোনো লিখিত চুক্তি ছিল না। তার ছবি ব্যবহারের জন্য লিগ্যাল নোটিস পেয়ে তার সঙ্গে ফোনে কথা বলেছি। তার ছবি অপসারণ করব বলে জানিয়ে দিয়েছি।’