হুমায়ূন আহমেদ স্মরণে টেক্সাসে শাওন

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের স্মরণে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে আয়োজন করা হয় বিশেষ এক স্মরণ অনুষ্ঠান। প্রবাসী বাঙালিদের আয়োজনে গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত হওয়া ওই অনুষ্ঠানে অংশ নিয়েছেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং সংগীতশিল্পী এস আই টুটুল। শাওন অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হলেও সংগীতে দক্ষতা রয়েছে তার। মাঝেমধ্যেই স্টেজ শো আর চলচ্চিত্রের গানে পাওয়া যায় তাকে। হুমায়ূন আহমেদের লেখা অনেক গানেই কণ্ঠ দিতে দেখা গেছে তাকে। নিজের নিমির্ত ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে গান গেয়ে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পান তিনি। সেই ধারাবাহিকতায় এবার টেক্সাসে অনুষ্ঠিত হুমায়ূন আহমেদ স্মরণ অনুষ্ঠানে গান করেন তিনি। প্রায় চার ঘণ্টার এ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের বিভিন্ন স্মৃতি নিয়ে কথা বলেন শাওন ও টুটুল। তার লেখা কিছু গানের পেছনে থাকা কিছু গল্প নিয়েও কথা বলেন তারা। নজরুল-রবীন্দ্রসংগীতসহ অনুষ্ঠানে অন্যান্য কিছু গানও গেয়ে শোনান এই দুই শিল্পী।