সা ক্ষা ৎ কা র

নতুন চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছি

কণ্ঠশিল্পী এস ডি রুবেল। অনেক জনপ্রিয় শিল্পী তিনি। করোনা পরিস্থিতিতেও নতুন গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি চলচ্চিত্র নিয়ে কাজ করছেন। সম্প্রতি তার আলোচিত বৃদ্ধাশ্রম চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। অন্যদিকে নতুন চলচ্চিত্র নিয়ে পরিকল্পনা করছেন। গান ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
এস ডি রুবেল
বছরের প্রথমদিনে... চলতি বছরের প্রথম দিনে 'জীবনে চাওয়া পাওয়ার ব্যবধান থাকবে' শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে এসডি রুবেল ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে। এ গানের কথা, সুর, সংগীত নিজেরই করা। গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। মাস শেষে 'আমার একটা তুমি ছিলে' চলতি মাসের শেষ দিন 'আমার একটা তুমি ছিলে' শিরোনামের গান প্রকাশ হবে একই চ্যনেলে। রাসেল ইব্রাহিমের কথায় গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এ গানের সুরও আমার করা। এছাড়া আগামী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন একটি গান তৈরি করেছি। নতুন গানে... আমি সবসময় শ্রোতাদের কাছে জীবন্ত থাকতে চাই নতুন গান দিয়ে। তাই যে কোনো পরিস্থিতিতেই গানকে সঙ্গী করে চলি। প্রকাশিতব্য গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। কারণ কথার সঙ্গে সুর ও সংগীতের চমৎকার সমন্বয় হয়েছে। আশা করছি শ্রোতারা আগের মতোই আমার গান শুনবেন। নতুন চলচ্চিত্রে... নতুন একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছি। এরই মধ্যে চলচ্চিত্রটির গল্প লেখা শেষ হয়েছে। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করব। কাজ শুরু হওয়ার আগে এর বেশি কিছু বলতে চাই না। বৃদ্ধাশ্রম... কিছু দিন আগে 'বৃদ্ধাশ্রম' চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। আমাদের দেশে যৌথ পরিবারের প্রথাটা আর নেই। সময়ের পরিবর্তনে এখন মানুষের ব্যস্ততা বেড়েছে। বাবা-মা অনেক ক্ষেত্রেই পুরোপুরি সঙ্গ বা যত্ন পাচ্ছেন না। তাদের কাউকে কাউকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়। মূলত এই বিষয়কে কেন্দ্র করে ছবির কাহিনি গড়ে উঠেছে।