মরণোত্তর স্তন দান করবেন রাখি

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
রাখি সাওয়ান্ত
মৃত্যুর পরে অঙ্গ দান করার প্রথা বলিউডে নতুন কোনো বিষয় নয়। একাধিক অভিনেতা-অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিয়ে সাধারণ জনগণের দৃষ্টি আকষর্ণ করেছেন। কেউ চক্ষু, কেউ হাটর্, আবার কেউ কিডনি দান করার মহৎ সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সমাজসেবার জন্য স্তন দান করার ঘোষণা কিছুটা হতবাক করে দেয়। অবিশ্বাস্য হলেও সত্যি, স¤প্রতি এমন ঘোষণা দিয়েছেন বলিউডের ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্ত। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিও বাতার্র মাধ্যমে নিজের স্তনযুগল দান করার ঘোষণা দেন রাখি। তিনি বলেন, ‘আমার শরীরের সব থেকে সুন্দর অঙ্গ হলো স্তন, আর আমি সেটা দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব, দেখা যাক কাকে দিয়ে যেতে পারি।’ এর আগে মরণোত্তর চক্ষুদান করার শতের্ লিখিত দিয়েছেন ঐশ্বরিয়া বচ্চন। পাশাপাশি, আরো অনেক বলিউড তারকাই মরণোত্তর অঙ্গদান করবেন বলে জানা যায়। তাদের মতো রাখিও তার বক্ষযুগল দান করে যাওয়ার কথা জানান। রাখি আরো বলেন, ‘সমাজসেবার জন্য, মানুষের ভালোর জন্য অনেকেই নিজের শরীরের বিভিন্ন অঙ্গ দান করে থাকেন। কেউ চক্ষু দান করেন, কেউ কিডনি, কেউবা শ্বাসযন্ত্র দান করেন, আমিও এই পথেই হঁাটতে চাই।’ তবে ভিডিওটি শেয়ার করার পরপরই অনেকে নেতিবাচক মন্তব্য করেন। তবে সে বিষয়ে এখনো পাল্টা কোনো জবাব দেননি এই অভিনেত্রী। এর আগে ইন্টারনেটে রাখি সাওয়ান্তের আরো একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে রাখিকে বলতে দেখা গিয়েছিল, তিনি নিজের বক্ষযুগল সুন্দর করে তুলতে প্লাস্টিক সাজাির্রর আশ্রয় নিয়েছেন। আর এ কথা বলতে তার কোনো দ্বিধা বা অস্বস্তি নেই বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। ভিডিওতে তিনি বলেন, ‘বলিউডের ৯০ শতাংশ তারকা নিজের কোনো না কোনো অঙ্গ সাজাির্র করিয়ে থাকেন। আমিও করিয়েছি, এতে লজ্জার কোনো কারণ নেই।’