হেনস্তার শিকার শিল্পা শেঠি

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
শিল্পা শেঠি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি আবারও গায়ের রঙের কারণে হেনস্তার শিকার হলেন। এর আগে ২০০৭ সালে ‘বিগ ব্রাদার’ রিয়্যালিটি শোয়ে বণৈর্বষম্যের শিকার হয়েছিলেন তিনি। যদিও সেবার সেই শো জিতেছিলেন শিল্পা। কিন্তু এবার তিনি হেনস্তার শিকার হন অস্ট্রেলিয়ার এয়ারপোটের্। অস্ট্রেলিয়ার সিডনি থেকে মেলবোনর্ যাচ্ছিলেন শিল্পা। এয়ারপোটের্ই তাকে বণৈর্বষম্যের শিকার হতে হয় বলে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। সময়মতো এয়ারপোটের্ পেঁৗছেও গিয়েছিলেন তিনি। এয়ারপোটের্ ঢুকে বোডির্ংয়ের সময় আসতেই লাগেজ নিয়ে চেক ইন কাউন্টারে যেতেই ঘটল বিপত্তি। শিল্পার সঙ্গে ছিল দুটো ব্যাগ। সেই ব্যাগ দুটির মধ্যে একটি ব্যাগ বেশি বড় দাবী করে তাকে আটকে দেয় মেল নামের এক নারী কমর্কতার্। শিল্পার সঙ্গে অত্যধিক কঠোর ও রূঢ় আচরণ করলেও তিনি চুপ থাকাই শ্রেয় মনে করেন। যেখানে বিমানবন্দরের অন্য কমীর্রা শিল্পার ব্যাগটিকে বেশি বড় বলে অভিযোগ জানাননি, সেখানে মেল বারবার শিল্পাকে অপমান করে তার ব্যাগটি কেবিনে পাঠাতে চায়নি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শিল্পা এই প্রসঙ্গে বিস্তারিত লিখেছেন। তিনি লিখেছেন, ‘এয়ারপোটর্ কমীর্রা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। শুধু যে হেনস্তা করা হয়েছি এমন নয়, বণৈর্বষম্যের শিকারও হয়েছি আমি।’ শিল্পা সেই ব্যাগের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তার ব্যাগ কি এতটাই বড় যে কেবিন লাগেজে নেয়া যাবে নাÑএই প্রশ্ন তুলেছেন জনপ্রিয় নায়িকা। তবে যে শুধু ব্যাগ নিয়ে তাকে হেনস্থা হতে হয়েছে এমনটা নয়। তিনি ভারতীয় বলে বণির্বদ্বেষের শিকারও হতে হয়েছে। এ প্রসঙ্গে শিল্পা লিখেছেন, ‘এ ধরনের ব্যবহার একেবারেই গ্রহণযোগ্য নয়। ভারতীয়দের দুবর্ল ভাবা একেবারেই ঠিক নয়। এভাবে তারা বারবার বণির্বদ্বেষের শিকার কেন হবেন?’ বলে নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন তিনি।