বর্তমানে বিশ্বসংগীত অঙ্গনের অন্যতম সেরা গায়িকা লেডি গাগাকে চেনেন না- এমন শ্রোতা কিংবা দর্শকের সংখ্যা কমই পাওয়া যাবে। এ পপ গায়িকা শুরু থেকেই গান দিয়ে জয় করে নিয়েছেন বিশ্বের কোটি কোটি সংগীতপিপাসুর মন। গ্রামী অ্যাওয়ার্ড, এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডসহ অসংখ্য দামিদামি সম্মাননা নিজের করে নিয়েছেন খুব অল্প সময়েই। গান গাওয়ার পাশাপাশি শখের বসে অভিনয়ও করেন এ তারকা। ২০১৯ সালে অস্কারের ৯১তম আসরে সেরা ছবির মনোনয়ন তালিকায় স্থান পায় পায় গাগা অভিনীত 'অ্যা স্টার ইজ বর্ন' ছবিটি। শুধু তাই নয়, ওই আসরের সেরা অভিনেত্রী ও সেরা গায়িকারও মনোনয়ন পান তিনি। তবে অভিনেত্রী হিসেবে সেরা
হতে না পারলেও মৌলিক গান বিভাগে 'অ্যা স্টার ইজ বর্ন' ছবির 'শ্যালো' গানটির সুবাদে লেডি গাগার হাতে উঠেছে অস্কার।
নতুন খবর হচ্ছে, বিরতির পর গানের পাশাপাশি অভিনয়েও সমান পারদর্শী লেডি গাগা আবার অভিনয় জগতে পা রাখলেন। যার পুরো নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা। আমেরিকান এই পপশিল্পী তার বিচিত্র ফ্যাশনের জন্য বেশি আলোচিত। হলিউডের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবার ব্র্যাড পিটের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন গাগা। নতুন এই সিনেমার নাম 'বুলেট ট্রেন'। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা এটি। এরই মধ্যে সিনেমার পরিচালক ও প্রযোজকের সঙ্গে লেডি গাগার প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। সব ঠিক থাকলে গাগা-পিটকে রুপালি পর্দায় একসঙ্গে দেখতে পারবেন দর্শকরা। বিখ্যাত জাপানি উপন্যাস 'মারিয়া বিটল' অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। যেখানে জাপানের টোকিও থেকে মরিওকা শহরে চলা একটি বুলেট ট্রেনের গল্প দেখানো হয়েছে। সেই ট্রেনের মধ্যে পাঁচজন ভাড়াটে খুনি। তাদের মধ্যে অন্যতম ব্র্যাড পিট। তাদের কেন্দ্র করেই এগিয়ে যাবে এই সিনেমার কাহিনি। এটি পরিচালনা করছেন 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস : হবস অ্যান্ড শ' সিনেমা খ্যাত পরিচালক ডেভিড লিঞ্চ। আর চিত্রনাট্য লিখেছেন জ্যাক অলকেউইচ।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd