বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছোটপর্দার অনুষ্ঠানমালা

নতুনধারা
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

অভিনেত্রী তারিনের উপস্থাপনায় সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে লাইভ কুইজ শো 'আমাদের মুক্তিযুদ্ধ'। দর্শকরা এসএমএস-এর মাধ্যমে কুইজে অংশগ্রহণ করতে পারবেন।

বৈশাখী টেলিভিশনের মিউজিক্যাল শো রিদিসা চকো ফান বিস্কিটস 'মিউজিক ট্রেন'। প্রচার হবে আজ রাত সাড়ে ৯টায়। প্রচার হবে জনপ্রিয় সব শিল্পীর মিউজিক ভিডিও। তাসনিমা অর্কির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্‌ আলম।

এশিয়ান টেলিভিশনে আজ রাত ১০টায় প্রচারিত হবে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক নাটক আয়েশা-মরিয়ম'। পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি 'এবং জীবন ঘনিষ্ঠনির্ভর একটি গল্প।

দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে তুর্কি ধারাবাহিক 'এলিফ'। এলিফ' এক দুঃখী বালিকার অশ্রম্নঝরা গল্প। নানা চড়াই-উৎরাই পেরিয়ে নিজ বাড়িতেই যাকে আশ্রিতার পরিচয় নিয়ে বাঁচতে হয়।

এটিএন বাংলায় আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে মেগা সিরিয়াল 'স্মৃতির আল্পনা আঁকি'। এর চিত্রনাট্য ও শীর্ষ পরিচালনায় রয়েছেন মুরাদ পারভেজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মলিস্নক জলি, খালেকুজ্জামান, তাজিন আহমেদ, নিলয় আলমগীর, হিমি, কোহিনুর আলম, আরমান পারভেজ মুরাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে