বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইনি জটিলতায় আমিশা

বিনোদন ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০
আমিশা প্যাটেল

জ্বলতে জ্বলতেই নিভে যাচ্ছে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের ক্যারিয়ার। প্রথম ছবির মাধ্যমে দর্শক হৃদয়ে ঝড় তুললেও সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই থেমে যায় সেই ঝড়। আমিশা প্যাটেলের ফিল্মি ক্যারিয়ার এখন বিকালের সূর্যের মতো ডুবুডুবু করছে। অনেক বছর হলো কোনো ছবিতে তাকে দেখা যাচ্ছে না। এখন তাকে দেখা যায় কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে। তাও আবার রোজই প্রায় একই রকমের পোস্ট। ছবি না করলেও ছবি করার ইচ্ছা ষোলোআনা নায়িকার। নানা কারণে অভিনয় ও চলচ্চিত্র থেকে দূরে সরে গেছেন নায়িকা। হাতে নেই কোনো ছবি, সিনেমার বিষয়ে অনেক প্রযোজকের সঙ্গে প্রায়ই কথা বলেন আমিশা। কিন্তু ব্যাটে-বলে মেলে না। এদিকে বেশ কিছুদিন আগের চেক জালিয়াতির মামলায় বড়সড় কোনো আইনি জটে পড়তে হচ্ছে এবার এ বলিউড তারকাকে। জানা গেছে, কয়েক বছর কোনো প্রযোজকের সঙ্গে একবার কথা হয় আমিশার। পরে তিনি জানতে পারেন তার নাম অজয় সিং। কথাবার্তার একপর্যায়ে একটি ছবির জন্য প্রস্তাবও পান আমিশা। সেই ছবির জন্য তিনি অগ্রিম টাকাও নাকি নিয়েছিলেন। তারপরই একের পর এক ঘটনার সূত্রপাত ঘটে। কথামতো অজয় সিং আমিশার অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা পাঠান। কিন্তু ওই ছবি শেষমেশ আর হয় না। এমনকি আমিশা তাকে টাকাও ফেরত দেননি। এ নিয়ে তখন অনেক খবরও প্রকাশ হয়েছিল গণমাধ্যমে। কিন্তু সুরাহা হওয়ার বদলে অনেকদিন ধরেই দুজনের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। ছোট কোর্টে কেস ফাইলও করেছিলেন ওই ভদ্রলোক। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। শেষমেশ তিনি ঝাড়খন্ড হাইকোর্টে নায়িকার নামে মামলা করেন। অজয় সিং জানিয়েছেন যখনই উনি খবর পান ছবিটা হচ্ছে না, আমিশাকে উনি টাকা ফেরত দিতে বলেন। আমিশা কিছুদিন পর তাকে একটা চেক দেন বটে, কিন্তু সেই চেক বাউন্স করে। এতে আরও চটেছেন অজয় সিং। অজয় কুমারের করা মামলায় ঝাড়খন্ড হাইকোর্ট আমিশাকে দুই সপ্তাহ সময় দিয়েছে। এই সময়ের মধ্যে দুই পার্টিকেই সমস্ত লিখিত আবেদন জমা দিতে বলেছে। এখন কী করবেন আমিশা- সেটাই দেখার বিষয়। ১৯৭৫ সালের ৯ জুন জন্ম নেওয়া আমিশা প্যাটেল হিন্দি ছবির পাশাপাশি অল্প কিছু তেলুগু এবং তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০০ সালের দিকে হিন্দি চলচ্চিত্র 'কাহো না পেয়ার হে' দ্বারা সিনেমা জগতে পরিচিতি লাভ করেছিলেন, চলচ্চিত্রটিতে তার সহ-শিল্পী ছিলেন ঋত্বিক রোশন এবং এটি ভালো ব্যবসাসফল হয়েছিল এবং এটিই ছিল আমিশা অভিনীত প্রথম চলচ্চিত্র। পরের বছর ২০০১ সালে সানি দেওলের সঙ্গে 'গাদার : এক প্রেম কথা' (হিন্দি) চলচ্চিত্রে অভিনয়ের ফলস্বরূপ তিনি 'ফিল্মফেয়ার স্পেশাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড' জেতেন এবং পরের বছর 'হামরাজ' চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে