শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
মার্চে ৬ সিনেমার মুক্তি

খরার মাঝে দু'দন্ড স্বস্তি

মাসুদুর রহমান
  ০৫ মার্চ ২০২১, ০০:০০
জয়া আহসান অভিনীত 'অলাতচক্র' মুক্তি পাচ্ছে ১৯ মার্চ

মহামারি করোনার প্রকোপে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর গত ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলা হলেও নতুন চলচ্চিত্রের প্রচুর সংকট দেখা দেয়। গত ২০ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাত্র ৮টি চলচ্চিত্র। এরমধ্যে উলেস্নখযোগ্য চলচ্চিত্র না থাকায় কোনোটিই দর্শক টানতে পারেনি। নতুন বছরেও চলচ্চিত্রের খরা কাটেনি। প্রথম দুই মাসে মাত্র তিনটি চলচ্চিত্র আলোর মুখ দেখেছে। তবে মার্চে এসে চলচ্চিত্র যেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। প্রচন্ড খরার মাঝে এক পশলা বৃষ্টির মতো স্বস্তি নিয়ে এসেছে চলতি মাস মার্চ। এ মাসে মুক্তির তালিকায় নাম লিখিয়েছে ছয়টি নতুন চলচ্চিত্র। বহুদিন পর এক মাসে ছয়টি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। এসব চলচ্চিত্রে সময়ের আলোচিত তারকারা যেমন আছেন, তেমনি অভিষেকও হচ্ছে নতুন নতুন অভিনয়শিল্পীর। স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে চলচ্চিত্র যেমন আছে, আছে রোমান্টিক ও থ্রিডির মতো চলচ্চিত্রও। চলচ্চিত্রগুলো হলো- 'তুমি আছ তুমি নেই', 'স্ফুলিঙ্গ', 'অলাতচক্র', 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই', 'প্রিয় কমলা' ও 'যৈবতী কন্যার মন'। চলচ্চিত্রগুলোর প্রযোজক ও পরিচালকরা মুক্তির খবর নিশ্চিত করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও পেয়েছে চলচ্চিত্রগুলো।

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত 'তুমি আছ তুমি নেই' চলচ্চিত্রে জুটি বেঁধেছেন নবাগত নায়ক আসিফ ও দীঘি। এই চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী প্রার্থনা ফারদীন দীঘির। অভিষেক হচ্ছে নায়ক আসিফ ইমরোজের। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, 'সিনেমাটি একটানা শুটিং শেষ করেছি, অবশ্য মাঝে কিছু দিনের বিরতি নিয়েছিলাম। করোনাকালে যেহেতু নতুন সিনেমা মুক্তি কমে গেছে তাই দর্শকদের কথা মাথায় রেখে ১২ মার্চ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি।' এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করছেন সুব্রত চক্রবর্তী, শবনম পারভীন প্রমুখ।

একইদিনে মুক্তির কথা রয়েছে শামীম আহমেদ পরিচালিত 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' চলচ্চিত্রের। এতে অভিনয় করেছেন দীঘি, শান্ত খান, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। তবে গতকাল খোঁজ নিয়ে জানা গেছে চলচ্চিত্রটি এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি।

নন্দিত পরিচালক তৌকীর আহমেদের নতুন চলচ্চিত্র 'স্ফুলিঙ্গ'। এটি মুক্তি পাচ্ছে ১৭ মার্চ। নির্মাতা জানিয়েছেন, 'স্ফুলিঙ্গ'র গল্প গড়ে উঠেছে একটি ব্যান্ড দলকে ঘিরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তির পর কোনো ওটিটি পস্নাটফর্ম থেকে প্রস্তাব পেলে সেটা বিবেচনা করা হবে।' স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় 'স্ফুলিঙ্গ'তে পরীমনি ছাড়া আরও অভিনয় করেছেন- জাকিয়া বারী মম, রওনক হাসান, শ্যামল মাওলা, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, হাসনাত রিপন প্রমুখ। সাহিত্যিক আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস অবলম্বনে নির্মিত ত্রিমাত্রিক (থ্রিডি) 'অলাতচক্র' মুক্তি পাচ্ছে ১৯ মার্চ। ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির নির্মাণ করেছেন হাবিবুর রহমান। চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও আহমেদ রুবেল। নির্মাতা হাবিবুর জানান, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে চলচ্চিত্রটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। এটি বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র। স্বাধীনতার দিন ২৬ মার্চ মুক্তি পাবে 'প্রিয় কমলা'। এর আগে গত ১৬ ডিসেম্বরে চলচ্চিত্রটির মুক্তির কথা ছিল। 'প্রিয় কমলা' শুধু সিনেপেস্নক্সে মুক্তি পাবে। তবে একইদিন চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। চলচ্চিত্রটির পরিচালক শাহরিয়ার নাজিম জয় বলেন, 'এর আগে মুক্তির তারিখ ঠিক করেও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে পারিনি। তাই মুক্তি পিছিয়েছে। এবার আশা করছি, ২৬ মার্চ মুক্তি পাবে। সেভাবেই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে আমাকে।'

নার্গিস আক্তারের চলচ্চিত্র 'যৈবতী কন্যার মন' মুক্তি পাচ্ছে ১৯ মার্চ। নাট্যচার্য সেলিম আল দীনের মঞ্চনাটক 'যৈবতী কন্যার মন' অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণের জন্য ২০১২-১৩ অর্থবছরে অনুদান পান পরিচালক। গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। দু/একদিনের মধ্যে এর ছাড়পত্র পরিচালকের হাতে তুলে দেওয়া হবে বলে জানান সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক। ২০১৩ সালে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়েছিল। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন কলকাতার সায়ন্তনী দত্ত, বাংলাদেশের আব্দুন নূর, গাজী রাকায়েত, গোলাম ফরিদা ছন্দা। চলচ্চিত্র সংকটে একই মাসে ছয় চলচ্চিত্রের মুক্তি নিয়ে আশার আলো দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অর্ধডজন চলচ্চিত্র মুক্তির খবরে আনন্দিত দেশের প্রেক্ষাগৃহের মালিকরাও। নতুন ছয়টি চলচ্চিত্রের কারণে স্বাভাবিক সময়ে যতগুলো প্রদর্শনী চলত, সেখানে ফিরে যেতে পারবেন বলে প্রত্যাশা করছেন হল মালিকদের অনেকে। হল মালিকরা মনে করছেন, রেস্তোরাঁ, বিপণিবিতান সব খোলা। মানুষ এখন অনেক বেশি বাহিরমুখী। এদিকে ভ্যাকসিনও নিয়েছেন অনেকে। তাই মানুষ সময় কাটাতে প্রেক্ষাগৃহেও আসবে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, 'সারা দেশের অনেক প্রেক্ষাগৃহের মালিকের সঙ্গে কথা হয়েছে। ৫ মার্চ থেকে কয়েকটি প্রেক্ষাগৃহ খোলা হবে। এটা অবশ্যই ইতিবাচক দিক। কারণ, নতুন স্বাভাবিকে এই প্রথম কোনো মাসে ছয়টি ছবি মুক্তি পেতে যাচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে