বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
নারী দিবস

'হেলেন কেলার'-এর মঞ্চায়ন ও সংবর্ধনা

বিনোদন রিপোর্ট
  ০৫ মার্চ ২০২১, ০০:০০

'নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে'-স্স্নোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২১' উদযাপন উপলক্ষে মঞ্চ নাটকের স্বপ্নদল এক ব্যতিক্রমী আয়োজন হাতে নিয়েছে। আগামীকাল ৬ মার্চ শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে দলটি প্রদর্শন করবে নারীজাগরণের মনোড্রামা 'হেলেন কেলার'-এর বিশেষ মঞ্চায়ন। এ নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডুু। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন এবং অভিনয় করছেন জুয়েনা শবনম। হেলেন কেলার' প্রদর্শনীর পূর্বে নাট্যজন মোমেনা চৌধুরীকে স্বপ্নবদলের 'আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা-২০২১' সম্মাননা প্রদান করা হবে। বিশ্বের সব নারীকে আন্তরিক সম্মান জানাতে ২০১২ থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে স্বপ্নবদল।

দিবসটিতে এ পর্যন্ত সংবর্ধনা দেওয়া হয়েছে নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, লাকী ইনাম, নূনা আফরোজ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, ত্রপা মজুমদার, রোকেয়া রফিক বেবী এবং স্বপ্নদলের নিয়মিত নারী-নাট্যকর্মীসহ স্বপ্নদলের সব নিয়মিত নাট্যকর্মীর মাতাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে