বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হঠাৎ দেশে ফিরলেন তপন চৌধুরী

বিনোদন রিপোর্ট
  ০৭ মার্চ ২০২১, ০০:০০

বাংলাদেশের সংগীতাঙ্গনকে যারা সমৃদ্ধ করেছেন বিশেষ করে আধুনিক গানে এবং ব্যান্ড সংগীতে, তাদের মধ্যে অন্যতম একজন তপন চৌধুরী। জনপ্রিয় এ কণ্ঠশিল্পী হঠাৎ করেই প্রায় এক বছর পর গত শুক্রবার সকালে ঢাকায় এসেছেন। ঢাকায় এসেই রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় বিশ্রামে আছেন তিনি। তপন চৌধুরী বলেন, 'করোনার কারণে কানাডা থেকে এক বছর দেশে আসার সুযোগ ছিল না। অবশ্য আমার স্ত্রী, সন্তান সেখানেই থাকেন। যে কারণে বছরের নির্দিষ্ট একটি সময় আমি কানাডায় থাকি। কিন্তু আরও আগে দেশে আসার ইচ্ছে থাকলেও করোনার কারণে দেশে আসতে দেরি হয়ে গেল।'

স্টেজ শো, টিভি শো, নতুন গান প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, 'মাত্র তো দেশে আসলাম। তেমন কেউ তো জানেই না আমি দেশে আসছি। তবে অবশ্যই ইচ্ছে আছে স্টেজ শো করার, টিভিতে গান গাওয়ার। হয়তো শিগগিরই স্টেজ-এ ফেরা হবে। তবে দেশে আসার মূল কারণ স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে আগামী ২৬ মার্চ। সেই মুহূর্তটাতে প্রিয় জন্মভূমিতে থাকতে চেয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেন সেই মুহূর্তটাতে আমি দেশে থাকতে পারি, সেই স্বপ্ন আর আশা নিয়েই দেশে আসা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী'র পূর্ণ হবার মুহূর্তটাকে নিজে থেকে উপভোগ করতে চাই। সবার জন্য শুভ কামনা, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।'

১৯৭৯ সালে বাংলাদেশে টেলিভিশনে ব্যান্ড দল 'সোলস'-এর হয়ে তপন চৌধুরীর গাওয়া 'মন শুধু মন ছুঁয়েছে' গানটি প্রচার হবার পর শিল্পী হিসেবে রাতারাতি তারকা বনে যান তপন চৌধুরী। নকীব খানের লেখা ও পিলু খানের সুরে গাওয়া এই গান দিয়েই সামনের পথে এগিয়ে চলেন। ১৯৮৪ কিংবা ১৯৮৫ সালে তপন চৌধুরীর প্রথম একক গানের ক্যাসেট 'তপন চৌধুরী' সারগামের ব্যানারে বাজারে আসে। আইয়ুব বাচ্চুর সুর সংগীতে এই অ্যালবামটির সবগুলো গানই শ্রোতাদের মন কেড়ে নেয়। তবে তপন চৌধুরীর প্রথম অ্যালবামের পর যে অ্যালবামটি সবচেয়ে বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল সেটি হচ্ছে 'অনুশোচনা'। তার সর্বশেষ একক অ্যালবাম 'ফিরে এলাম'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে