এক বছর পর অভিনয়ে জেনি

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ০০:০০

বিনোদন রিপোর্ট
দীর্ঘ এক বছর পর অভিনয়ে ফিরলেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী জেনি। অনিমেষ আইচের 'এখানে কেউ থাকে না' ধারাবাহিক নাটকের মাধ্যমে আবারও লাইট-ক্যামেরায় হাজির হলেন। করোনার আগে একসঙ্গে তিনটি নাটকে শুটিং করেছিলেন জেনি। এরপর দীর্ঘ এক বছর পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন এই অভিনেত্রী। এবার সেই বিরতি ভেঙে অভিনয়ে সরব হলেন তিনি। অতিলৌকিক গল্প নিয়ে গড়ে ওঠেছে 'এখানে কেউ থাকে না' ধারাবাহিক নাটকের কাহিনি। গত ২৭ ফেব্রম্নয়ারি থেকে ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নিয়েছেন জেনি। এটি প্রচার হবে বিটিভিতে। নাটকটির গল্পে শহীদুজ্জামান সেলিমের স্ত্রী হিসেবে দেখা যাবে জেনিকে। নাটকটিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, রওনক হাসান, আশনা হাবীব ভাবনা প্রমুখ। এখন থেকে নিয়মিত অভিনয় করবেন বলে জানান এই অভিনেত্রী। বিরতি ভেঙে কাজে ফেরাটা ভালো একজন নির্মাতার হাত ধরে হয়েছে বিষয়টি উলেস্নখ করে জেনি বলেন, 'অনিমেষ আইচের মতো কিছু নির্মাতা কাজের মানকে প্রাধান্য দেন। এ জন্য তার কাজকে আলাদা করে চেনা যায়। এমন একজন নির্মাতার নাটক দিয়ে ফিরতে পেরে ভালো লাগছে।' এর আগে অনেক পরিচালকের নির্দেশনায় কাজ করলেও এই প্রথম অনিমেষ আইচের সঙ্গে কাজ করলেন জেনি। অনিমেষ আইচের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা জানিয়ে জেনি বলেন, 'এখনো কাজে ফেরার ইচ্ছা ছিল না। কিন্তু অনিমেষ আইচ এত সুন্দর করে বললেন, না করতে পারিনি। এ ছাড়া গল্পটিও ভালো লেগেছে।' ক্যারিয়ারের শুরু থেকেই ভালো স্ক্রিপ্টের নাটকে অভিনয় করেন বলেই খুব বেশি নাটকে দেখা যায় না তাকে। জেনি বলেন, 'আক্ষেপ হচ্ছে, আমরা এখনো ভালো স্ক্রিপ্ট পাই না। ফলে ভালো কাজ করার সুযোগ হয় খুব কম।'