সায়ন্তিকাকে নিয়ে তৃণমূলে ক্ষোভ

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ০০:০০

বিনোদন ডেস্ক
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে ক্ষুব্ধ বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপা ও তার সমর্থকরা। সায়ন্তিকাকে বহিরাগত বলে উলেস্নখ করেছেন শম্পা। দলের হয়ে কাজ না করার হুমকিও দিয়েছেন। এদিকে মনোনয়ন পেয়ে সায়ন্তিকা বলেছেন, তিনি অনেক আগে থেকেই দলের সঙ্গে ছিলেন। আনুষ্ঠানিকভাবে সম্প্রতি যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, 'আমার ওপর ভরসা করার জন্য দিদিকে (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা) ধন্যবাদ। লড়াইয়ে নেমে পড়েছি, অনেক কাজ করতে হবে। দিদির হয়ে আমরা নতুন এনার্জি নিয়ে সবাই মিলে মানুষের জন্য কাজ করব'। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় তারকাদের ছড়াছড়ি। রাজ চক্রবর্তী, কাঞ্চন মলিস্নক, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, মনোজ তিওয়ারি, জুন মালিয়ার মতো তারকাদের প্রার্থী করেছে তৃণমূল। রাজনীতির ময়দানে নতুন অধ্যায়, কিন্তু বড়পর্দায় নেই সায়ন্তিকা। অনেকেই বলছেন, চলচ্চিত্রে কাজ পাচ্ছেন না বলেই রাজনীতিতে পদার্পণ এই অভিনেত্রীর। এ নিয়ে সায়ন্তিকা বলেন, 'কাজ থেকে বিরতি নেইনি কখনোই। কাজের বিষয়ে আমি একটু খুঁতখুঁতে। আমার কাছে মনের মতো কোনো চরিত্র আসেনি। আর যে কাজগুলো হওয়ার কথা ছিল, করোনার জন্য সেগুলোও হয়ে ওঠেনি। ১২ মাস কাজ করে যেতে হবে- এমনটা আমি মোটেই মনে করি না। নিজেকে সময় দিতে ভালোবাসি।