সজল-মৌসুমীর 'মাধবীলতা'

প্রকাশ | ০৯ মার্চ ২০২১, ০০:০০

বিনোদন রিপোর্ট
'মাধবীলতা' নাটকের দৃশ্য
সৃজনশীল তরুণ নাট্যনির্মাতা মারুফের রহমানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হলো 'মাধবীলতা' শিরোনামের একটি একক নাটক। সম্প্রতি রাজধানীর রমনা পার্ক এবং উত্তরার দুটি শুটিং হাউজসহ বিভিন্ন স্থানে শুটিং করা হয়েছে নাটকটির। এটি মারুফের রহমান পরিচালিত দ্বিতীয় নাটক। এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন টিভি নাটকের চলমান সময়ের ব্যস্ত দুই অভিনয়শিল্পী আব্দুন নূর সজল এবং মৌসুমী হামিদ। এর আগে সজল নূর ও মৌসুমী হামিদ অনেক নাটকে জুটি বেঁধে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। 'মাধবীলতা' নাটকটিতে একজন লেখকের চরিত্রে অভিনয় করেছেন সজল; যার চরিত্র নাম জহির। আর এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ; যিনি পেশায় একজন পতিতা। পরিচালক জানান, অচিরেই নাটকটি একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচারিত হবে। নাটকের গল্প ও বিষয়বস্তু নিয়ে পরিচালক মারুফের রহমান বলেন, 'আমি মূলত গল্প নির্ভর কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। মাধবীলতাও তেমনই গল্প নির্ভর একটি কাজ। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে। এতে সজল ও মৌসুমী হামিদের অভিনয় অনেক মুগ্ধ করেছে আমাকে। আমার বিশ্বাস দর্শকদেরও মুগ্ধ করবে নাটকটি।' পরবর্তী কাজের ব্যাপারে জানতে চাইলে পরিচালক বলেন, করোনা ও লকডাউনের সময় বেশ কয়েকটি চিত্রনাট্য তৈরি করে রেখেছিলাম। এখন ধীরে ধীরে সেগুলো একটি একটি করে শেষ করতে চাই। চলতি মাসেই আরও একটি নাটকের কাজ শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানান এই পরিচালক।