শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার দ্বৈত চরিত্রে শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক
  ০৭ এপ্রিল ২০২১, ০০:০০
শ্রদ্ধা কাপুর

খুব বেশি দিন হয়নি তার ক্যারিয়ারের বয়স। এরইমধ্যে নিজের যোগ্যতা-দক্ষতা বলে বলিউডে পাকাপোক্ত আসন গড়ে তুলেছেন শ্রদ্ধা কাপুর। একের পর এক ভালো ও গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব পাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার পুরোপুরি ভিন্ন একটি খবর দিলেন এ অভিনেত্রী। জানালেন এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবির নাম 'চালবাজ ইন লন্ডন'। হিন্দি সিনেমার ইতিহাসে 'চালবাজ'এ শ্রীদেবী দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন। এবার শ্রদ্ধা কাপুরের পালা। জানা গেছে, 'চালবাজ ইন লন্ডন' পরিচালনাও করছেন 'চালবাজ'-এর পরিচালক পঙ্কজ পরাশর। তবে নতুন ছবিটি আগের ছবির রিমেক কি না তা অবশ্য বলেননি পরিচালক। তবে এই ছবির পুরো শুটিং হবে লন্ডনে। ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং আহমেদ খান। 'চালবাজ ইন লন্ডন'-এ মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত শ্রদ্ধা কাপুর। এ বিষয়ে তিনি বলেন, 'আমি অনেক অনেক ভাগ্যবতী যে, পরিচালক-প্রযোজকরা আমায় এই ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছেন। এই প্রথম আমি দ্বৈত ভূমিকায় অভিনয় করছি। আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং। এই চরিত্র অভিনয় করা খুব বড় দায়িত্বের কাজ। ভূষণ স্যার এবং আহমেদ স্যার যে আমার ওপর ভরসা রেখেছেন তাতেই আমি খুশি। এছাড়া পঙ্কজ স্যারের সঙ্গে কাজ করার যে সুযোগ পেয়েছি সেটা আমার কাছে খুব বড় পাওয়া। আমি অনেক কিছু শিখতে পারব তার কাছ থেকে।'

এ ছবিটি ও শ্রদ্ধা কাপুরের অভিনয় প্রসঙ্গে পরিচালক পঙ্কজ পরাশরের বলেন, 'শ্রদ্ধা পর্দায় ম্যাজিক করতে জানে। আমি বিশ্বাস করি শ্রদ্ধা ওঁর অভিনয় দিয়ে দর্শককে মাতিয়ে দেবে। আমার কাছে এই ছবির থেকে ভালো আর কিছু হতে পারে না। আমি ভূষণ কুমার ও আহমেদ খানকে ধন্যবাদ দিতে চাই আমার দৃষ্টিভঙ্গিকে সমাদর করার জন্য। এই প্রোজেক্টের কাজ শুরু করতে চাই দ্রম্নত।'

৩২ বছর বয়সি শ্রদ্ধা কাপুরের জন্ম ১৯৮৯ সালের ৩ মার্চ, ভারতের মুম্বাইতে। বলিউডের শক্তিমান অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা শুরু থেকেই নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে আসছেন। একাধারে তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং সংগীতশিল্পী। শ্রদ্ধা কাপুর ২০১০ সালে 'টিন পাত্তি' চলচ্চিত্রে একটি সংক্ষিপ্ত ভূমিকায় প্রথম অভিনয় করেন এবং পরবর্তীতে ২০১১ সালে 'লাভ কা দ্য ইন্ড' চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর রোমান্টিক ছবি 'আশিকি ২' চলচ্চিত্র এবং পরবর্তীকালে বাণিজ্যিকভাবে সফল থ্রিলার 'এক ভিলেন' (২০১৪) ছবির মাধ্যমে নজরে আসেন। এরপর সমালোচকদের কর্তৃক বহুল প্রশংসিত 'হায়দার' চলচ্চিত্রে অভিনয়ের সুবাতে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার মনোনয়ন লাভ করেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে