না ফেরার দেশে নির্মাতা মাসুদ কায়নাত

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২১, ০০:০০

বিনোদন রিপোর্ট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন নির্মাতা মাসুদ কায়নাত। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ফরায়জী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নির্মাতার ঘনিষ্ঠ বন্ধু লিটন এরশাদ বলেন, '৫-৬ দিন আগে করোনা পজিটিভ ফল আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর প্রতিদিন অবনতি হতে থাকে। অবশেষে সোমবার তিনি চলেই গেলেন।' জানা গেছে, সোমবার রাতে মাসুদ কায়নাতের লাশ গ্রামের বাড়ি কুমিলস্নার মুরাদনগরে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মাসুদ কায়নাত মূলত বিজ্ঞাপন নির্মাতা ছিলেন। দুই শতাধিক বিজ্ঞাপন বানিয়েছেন তিনি। চলচ্চিত্র, নাট্যনির্মাতা, উপস্থাপক হিসেবেও তার পরিচিতি রয়েছে। নিজের লেখা গল্পে তার একমাত্র পরিচালিত চলচ্চিত্র 'বেইলী রোড'। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনেতা নিলয় আলমগীরের বড়পর্দায় অভিষেক ঘটে তার। বৈশাখী টেলিভিশনে প্রচারিত আন্তর্জাতিক চলচ্চিত্র-বিষয়ক অনুষ্ঠান 'লুক-থ্রো' এবং এটিএন বাংলার টকশো 'অন্যচোখে'র গ্রন্থনা ও উপস্থাপনাতেও তাকে দেখা গেছে সাবলীল।