এবার 'পায়ের ছাপ' নির্মাণ করছেন মাননু

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ০০:০০

বিনোদন রিপোর্ট
সাইফুল ইসলাম মাননু
এবার 'পায়ের ছাপ' শিরোনামের একটি ভিন্ন ঘরানার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আলোচিত নাট্য ও চলচ্চিত্র নির্মাতা সাইফুল ইসলাম মাননু। গতকাল শনিবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির চিত্রায়ণের কাজ শুরু হয়েছে। আর এ চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে পরিবারসহ আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন জনপ্রিয় এ পরিচালক। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক মাননু নিজেই। এর আগে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণের সময়ই মাননু বলেছিলেন, তার পরবর্তী চলচ্চিত্র হবে নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থান বিষয় নিয়ে। নিজের দেওয়া সেই কথা রেখেই তিনি হাত দিয়েছেন 'পায়ের ছাপ' চলচ্চিত্রটি নির্মাণের। চলচ্চিত্রটির গল্প ও বিষয়বস্তু নিয়ে পরিচালক সাইফুল ইসলাম মাননু বলেন, 'দরিদ্র পরিবারে বৈরী পরিবেশে বেড়ে ওঠা এক কিশোরীর আত্মবিশ্বাস আর কাজের প্রতি একাগ্রতার মাধ্যমে জীবনের আঁকা-বাঁকা পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর কাব্যময় জীবনই চলচ্চিত্রটিতে তুলে ধরা হচ্ছে। আমাদের দেশের বেশিরভাগ মানুষই নিজের দায়িত্বের ব্যাপারে ভীষণ উদাসীন। অসঙ্গতার সব দায় তারা রাষ্ট্রযন্ত্রের ঘাড়ে চাপিয়ে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলতেই বেশি পছন্দ করেন। সমাজ, রাষ্ট্র আর পরিবারের প্রতি আমাদের সবারই এক ধরনের দায় আছে। অনেকেরই হয়তো অনেক কিছু করার ক্ষমতা নেই, তার পরেও আমরা সবাই যে যেই অঙ্গনে কাজ করছি, সেখান থেকেই যদি আমাদের সেই দায়কে দায়িত্ব হিসেবে, সততার সঙ্গে পালন করি তবেই আমরা একটা উন্নত সমাজ আর সমৃদ্ধশীল রাষ্ট্র পেতে পারি।' তিনি আরও বলেন. 'উন্নয়নশীল দেশের জন্য নারীর কর্মসংস্থান এবং ক্ষমতায়ন সত্যিই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি একজন চলচ্চিত্র পরিচালক, একজন নাট্যকার। তাই আমি আমার লেখনি এবং নির্মাণের মাধ্যমে এমন কিছু বিষয় তুলে ধরতে চাই, যা সমাজের এবং রাষ্ট্রের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, প্রয়োজন সেই বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আমি এই চলচ্চিত্রটির মাধ্যমে ঐ সব তরুণ-তরুণীকে এক ধরনের সাহস জোগাতে চাই।' কোন কোন অভিনয়শিল্পী অভিনয় করছেন আপনার নতুন এ চলচ্চিত্রে? জবাবে মাননু বলেন, 'এবারের সব চাইতে বড় তারকা হচ্ছে আমার গল্প। আর সেই গল্পকে ঘিরে সমাগম ঘটবে অনেক গুণী শিল্পীর। গল্পটির নামভূমিকায় অভিনয় করবে লাক্স তারকা রাখি মাহবুবা এবং শিশুশিল্পী মায়মুনা ইসলাম মেধা। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রাণ রায় চৌধুরী, দীপা খন্দকার, রাজীব সালেহীন, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, শাহানা সুমি, গাজী আব্দুর নুর, তুষার খান, খলিলুর রহমান কাদরীসহ আরও অনেকে।'