বাফটা মাতাবেন প্রিয়াঙ্কা

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ০০:০০

বিনোদন ডেস্ক
প্রিয়াঙ্কা চোপড়া
যত সময় যাচ্ছে, ততই বিশ্বদরবারে নিজেকে নতুন নতুন ঝলকে প্রকাশ করছেন বলিউউ তারকা প্রিয়াঙ্কা চোপড়া। যদিও এখন আর কেবল তাকে বলিউড তারকা বলাটা ঠিক হবে না; হলিউডেও রীতিমতো সুনাম ছড়াচ্ছেন এ অভিনেত্রী। বিশেষ করে মার্কিন তারকা নিক জোনাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই বদলে যেতে থাকে প্রিয়াঙ্কার জীবন। ক্যারিয়ারের মুকুটে যোগ হতে থাকে একের পর এক মুকুট। শুধু হলিউডের ছবিতে অভিনয়ই নয়, বিশ্বের বড় বড় অনুষ্ঠান ও পুরস্কারের আসরেও ঝড় তোলেন এ তারকা। অস্কার, গোল্ডেন গেস্নাব, এমি অ্যাওয়ার্ডসহ বিশ্বের বড় বড় আসরে নিমন্ত্রণ পান তিনি। শুধু তাই নয়, সেসব অনুষ্ঠানে বাহারি পোশাকে উপস্থিত হয়ে রীতিমতো উত্তাপ ছড়ান প্রিয়াঙ্কা চোপড়া। কদিন আগে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করে আরেক দফা আলোচনায় আসেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই এবার আরেক বড় পুরস্কারের আসর বাফটায় নিমন্ত্রণ পেলেন এ 'দেশিগার্ল' তারকা। এ বছর ৭৪-এ পা দিচ্ছে বাফটা। বিশ্ব সিনেমার জগতে এই পুরস্কার খুবই মর্যাদাপূর্ণ। খ্যাতিমান আন্তর্জাতিক শিল্পীরা বাফটার মঞ্চ কাঁপাবেন। এবারের বাফটার মূল আয়োজন অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের রয়েল অ্যাবার্ট হলে। জানা গেছে বাফটা অনুষ্ঠান এবার উপস্থাপনায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এ উপস্থাপকের সঙ্গে আরও যোগ দেবেন রোজ বাইর্ন, আন্ড্রাডে, আন্না সেন্ট্রিক এবং রেনিজেল য়েজার। প্রিয়াঙ্কা লন্ডন থেকে যোগ দিলেও তারা যোগ দেবেন লস এঞ্জেলস থেকে। ফোবি ডাইনেভর, চিয়েটেল ইজিওফর, সিন্থিয়া এরিভো, হিউ গ্রান্ট, রিচার্ড ই. গ্রান্ট, টম হিডলস্টন, ফেলিসিটি জোন্স, গুগু মাবাথার, জেমস ম্যাকএভং, ডেভিড ওয়েলোও এবং পেদ্রো পাস্কালকের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদের সঙ্গে প্রিয়াঙ্কাও মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে বাফটার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই ঘোষণা করা হয়। যেখানে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নামও। পোস্টটির ক্যাপশনে লেখা, 'আমরা বাফটাএ-তে ক্যাটাগরি উপস্থাপকদের মধ্যে টম হিডলস্টন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, জেমস ম্যাকাভয়, সিনথিয়া এরিভো এবং আরও অনেকের নাম অন্তর্ভুক্ত করে ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত।' উলেস্নখ্য, প্রিয়াঙ্কার ছবি 'দ্য হোয়াইট টাইগার' বাফটার মঞ্চে সেরা চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পেয়েছে। তিনি এই ছবিতে অভিনয় ছাড়াও কার্যনির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন। শুধু চিত্রনাট্য নয়, এই ছবির মুখ্য চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই আদর্শ গৌরব ও সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন।