বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আবৃত্তিশিল্পী বিপস্নব

বিনোদন রিপোর্ট
  ১৩ এপ্রিল ২০২১, ০০:০০

বেশ কিছুদিন রেডিও টুডে, ঢাকা এফএম-এ বেতার উপস্থাপক হিসেবে কাজ করেন মীর হুমায়ুন কবির বিপস্নব। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী মীর হুমায়ুন কবির বিপস্নব বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৩১ ফেব্রম্নয়ারি থেকে বিপস্নব বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এরই মধ্যে তিনি আরও একটি সুখবর দিলেন। 'নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প : সমাজ, রাজনীতি ও শিল্প' শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিপস্নবকে পিএইচডি ডিগ্রি প্রদান করেছে। গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা এই ডিগ্রি অনুমোদন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াস শামীমের তত্ত্বাবধানে তার এই পিএইচডি গবেষণা সম্পন্ন হয়েছে। নিজের জীবনের এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত বিপস্নব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে