চলেই গেলেন ফরিদ আহমেদ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

জাহাঙ্গীর বিপস্নব
টানা ২০ দিন করোনার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরস্রষ্টা, সংগীত পরিচালক ফরিদ আহমেদ। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে ফরিদ আহমেদ রাজধানীর শাহবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত ১১ এপ্রিল তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হলো না তার। ফরিদ আহমেদের মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের সংগীতাঙ্গনের, নাট্যাঙ্গনের, চলচ্চিত্রাঙ্গনের অনেকেই। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার রুনা লায়লা, বাংলাদেশের গানের গর্ব সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজ, এস আই টুটুল, পলাশ, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নী, দিঠি আনোয়ার, কনা, মুহিন, লুইপা, লিজা, চম্পা বণিক, ইউসুফ, তিন্নী, অনন্যা, স্মরণসহ আরও অনেকেই তাদের মনের গভীর দুঃখ প্রকাশ করেন ফরিদ আহমেদের এই অকাল প্রয়াণে। তাকে উৎসাহ দিতেন চিরসবুজ কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। যে কারণে ফরিদ আহমেদ তার গানেরই প্রথম সুর করেন। লিটন অধিকারী রিন্টুর লেখা 'তুমি ছাড়া আমি যেন মরুভূমি'। প্রথম গানের সুর করেই দারুণ প্রশংসিত হন ফরিদ আহমেদ। এরপর থেকে আজ পর্যন্ত বহু গানের সুর এবং সংগীতায়োজনও করেছেন তিনি।