উচ্ছ্বসিত মমতাজ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

বিনোদন রিপোর্ট
মমতাজ বেগম
ভারতের 'ডক্টর অব মিউজিক' পদকে ভূষিত হয়েছেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী, সংসদ সদস্য মমতাজ বেগম। ১০ এপ্রিল ভারতের তামিলনাড়ুর 'গেস্নাবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি' থেকে তাকে এই সম্মাননাসূচক ডিগ্রিতে ভূষিত করা হয়। সারা পৃথিবীতে একমাত্র কণ্ঠশিল্পী হিসেবে প্রকাশিত আট শতাধিক অ্যালবামের বিশ্ব রেকর্ড, সুদীর্ঘ ত্রিশ বছর যাবৎ বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং সেই সঙ্গে সমাদৃত করা, লোকজ সংগীতকে আধুনিকায়ন করে সর্বমহলে গ্রহণযোগ্য করা, চলচ্চিত্র সংগীতে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা অর্জন, সমাজ সচেতনতামূলক নানামুখী গানের মাধ্যমে বিশেষ ভূমিকাসহ সার্বিক মূল্যায়নে মমতাজ বেগমকে তামিলনাড়ুতেই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি ম্যানুয়েল সম্মানসূচক 'ডক্টর অব মিউজিক' পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে আরও তিনজন ব্যক্তিকে একই সম্মাননায় ভূষিত করা হয়। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত মমতাজ।