হাসপাতালে নেওয়া হলো ফরিদা পারভীনকে

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

বিনোদন রিপোর্ট
দেশের প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীনের করোনা শনাক্ত হয় গত ৮ এপ্রিল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এ কয়দিন বাসাতে চিকিৎসা নিলেও সোমবার দুপুরে তাকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ফুসফুসের ৫০ শতাংশে সংক্রমণ ছড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী। ফরিদা পারভীনের সবশেষ অবস্থা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন জাফর। এ সময় মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান ইমাম জাফর নোমানী। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী আম্মার (ফরিদা পারভীনের) ফুসফুসের প্রায় ৫০ শতাংশ আক্রান্ত হয়েছে। ডাক্তারের বিশেষ পরামর্শে খুব দ্রম্নত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তিনি ইউনিভার্সেল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এটা ছাড়া অন্য কোনো জটিলতা নেই।'