শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হতবিহ্বল তারকারা

বিনোদন রিপোর্ট
  ১৮ এপ্রিল ২০২১, ০০:০০

সবাইকে শোকে মুহ্যমান করে দিয়ে চলে গেলেন বরেণ্য অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরী। রাজধানীর একটি হাসপাতালে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান। তার মৃতু্যতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করছেন শোবিজের তারকারা। কিংবদন্তি অভিনেত্রী কবরীর মৃতু্যতে শোকাহত তার দীর্ঘদিনের সহকর্মী চিত্রনায়ক আলমগীর। প্রায় ২৫টির মতো সিনেমায় জুটি বেঁধেছেন তারা। আলমগীর বলেন, 'কবরীর সঙ্গে আমার সম্পর্ক ৫০ বছরের। এই দীর্ঘ সময়ে প্রতিদিন ঝগড়া হতো আমাদের। আবার মিলেও যেতাম। তিনি ছিলেন অসাধারণ। মানুষ কবরীকে আমি মূল্যায়ন করতে চাই। কবরীর তুলনা কবরী নিজেই। তিনি সজ্জন ছিলেন? কিন্তু অভিনেত্রী কবরীকে মূল্যায়ন করার মতো ধৃষ্টতা আমার নেই।'

কবরীর মৃতু্য সংবাদ অভিনেত্রী শাবানাকে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। মৃতু্যর খবর শুনে অনেকক্ষণ চুপ ছিলেন শাবানা। তারপর কান্নাভেজা কণ্ঠে বললেন, 'কবরী একজনই হয়।' স্তম্ভিত শাবানা বলেন, 'আমাদের কবরী চলে গেলেন! কবরী চলে যাওয়ার নয়। আমাদের কাছে কবরী একজনই। এ কবরী কখনোই চলে যাওয়ার নয়। তার কাজই তাকে আজীবন বাঁচিয়ে রাখবে।'

কণ্ঠশিল্পী কনক চাঁপা ফেসবুকে লিখেন, 'আসলেই আর পারছি না! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাব আমাদের প্রিয়জনকে! প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায়। আর যদি মোটামুটি নিয়মিত হয় তখন তা সহ্যের বাইরে চলে যায়। আলস্নাহ, এই রমজানে চলে যাওয়া মানুষটিকে এবং আরও যারা চলে যাচ্ছেন সবাইকে তুমি দয়া কর।' কণ্ঠশিল্পী মমতাজ বেগম স্ট্যাটাস দিয়েছেন- 'হাজার বছর বেঁচে থাকুন মানুষের হৃদয়ে।'

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেন, 'আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ- সকল বয়সের শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করেছে। রুপালি পর্দার সেরা অভিনেত্রী...। আমি কীভাবে আপনাকে বিদায় জানাব...! দম বন্ধ লাগছে ...! শান্তিতে থাকুন কবরী ফুপু।'

বাংলা সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, 'কিংবদন্তি এই মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন। তার সময়কার বিভিন্ন স্মৃতি শেয়ার করতেন। কবরী আপার মৃতু্যতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন কবরী আপা...।'

চিত্রনায়িকা শবনম বুবলী লিখেন, 'মৃতু্য সবচেয়ে বড় সত্য কিন্তু এতো অবিশ্বাস্য কেন? আমাদের সবার মৃতু্য হবে জেনেও মানতে ইচ্ছে করে না কেন? পৃথিবীতে হয়তো এমন অনেক কেনর কোনো উত্তর নেই। ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।

বিজরী বরকতউলস্নাহ লিখেন, 'বরেণ্য অভিনয়শিল্পী কবরী সারোয়ার রাত ১২টা ২০ মিনিটে চলে গেলেন সবাইকে ছেড়ে (ইন্না লিলস্নাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। তার আত্মার শান্তি কামনা করি। আলস্নাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।'

অভিনেত্রী তারিন তার ফেসবুক টাইমলাইনে লিখেন, 'আমরা আরও একজন কিংবদন্তিকে হারালাম। তিনি ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ। তিনি ছিলেন যোদ্ধা, জীবনের শেষদিন পর্যন্ত যুদ্ধ করেছেন। আলস্নাহ তার বিদেহী আত্মার শান্তি দান করুন। দয়া করে সবাই তার জন্য প্রার্থনা করুন। আমরা একজন কিংবদন্তিকে হারালাম। আসুন আমরা সবাই আলস্নাহর কাছে দোয়া করি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে