অসচ্ছল শিল্পীদের পাশে শিল্পী

প্রকাশ | ১০ মে ২০২১, ০০:০০

বিনোদন রিপোর্ট
নব্বই দশকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা ছিলেন শিল্পী। এই সময়ে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। অমর নায়ক সালমান শাহ্‌সহ সেই সময়ের জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলেন শিল্পী। এরপর অভিনয় থেকে দূরে চলে যান। বর্তমানে চলচ্চিত্রে কাজ না করলেও এই অঙ্গনের মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক অটুট রয়েছে। নিয়মিত তাদের খোঁজ-খবর রাখেন। বিভন্ন সময় বিপদে-আপদে চলচ্চিত্রশিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় করোনার এই পরিস্থিতিতে প্রিয় অঙ্গনের অসহায় সহকর্মীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তিনি। অসচ্ছল শিল্পীদের জন্য আড়াই লাখ টাকা অনুদান দিয়েছেন চিত্রনায়িকা শিল্পী। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাতে ২ লাখ টাকা এবং চলচ্চিত্রের বৃদ্ধ কয়েকজন নারী শিল্পী ও পেশাজীবীর জন্য ৫০ হাজার টাকা দিয়েছেন তিনি। এ নিয়ে শিল্পী বলেন, 'আমি চলচ্চিত্রের মানুষ। এখানে কাজ করে জনপ্রিয়তা ও সম্মান পেয়েছি। নানা কারণে এখন আর অভিনয় করা হয় না। এখানকার সবকিছুর প্রতি, এখানকার মানুষের প্রতি দুর্বলতা সবসময়ই কাজ করে। ভালো লাগে চলচ্চিত্রের মানুষদের জন্য কিছু করতে পারলে। এতদিন নিজেই চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের সাহায্য করতাম। কয়েক বছর ধরে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহযোগিতা করছি। করোনার এই দুর্দিনে চলচ্চিত্রের যেসব শিল্পী ও কলাকুশলী অসহায় দিনযাপন করছেন আশা করি আমার ছোট্ট এই অনুদান তাদের কিছুটা হলেও উপকারে আসবে।' তিনি জানান, যারা দিন এনে দিন খান সেই সব শিল্পীর সময়টা এমনিতে করোনা মহামারিতে খুব খারাপ যাচ্ছে। কাজ নেই। আয়ও নেই। শিল্পী সমিতি থেকে সাধারণ সম্পাদক জায়েদ খান অনেক চেষ্টা করেন শিল্পীদের জন্য কিছু করতে। অনেকে সাহায্যের হাত বাড়ান। শিল্পীও তাদের সঙ্গে শামিল হওয়ার চেষ্টা করেন। সবার কাছে দোয়া চেয়ে শিল্পী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, এবারের করোনার খারাপ সময়টা উপলব্ধি করে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের ত্রাণ দেয়ার জন্য।