সা ক্ষা ৎ কা র

নতুন উদ্যমে শুরু করেছি

দেশের নৃত্যজগতের জনপ্রিয় নাম লিখন রায়। দুই দশক ধরে নৃত্যাঙ্গন মাতাচ্ছেন তিনি। বতর্মানে প্রস্তুতি নিচ্ছেন এটিএন বাংলার প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানের। নিজস্ব নাচের স্কুল ‘নৃত্যকথা’ নিয়েও রয়েছে তার ব্যস্ততা। সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা হলো তার সঙ্গেÑ

প্রকাশ | ০৩ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
লিখন রায়
নতুন উদ্যমে শুরু ... আমি দুই দশক ধরে নাচ করছি। তবে মাঝে কয়েকটি বছর একটু কম সরব ছিলাম। এ বছর থেকে নতুন উদ্যমে শুরু করেছি। বলতে পারেন ক্যারিয়ারে আমার নতুন ইনিংস শুরু হয়েছে। নতুন যাত্রায় আমি সবার আন্তরিক সহযোগিতা ও শুভকামনা পাচ্ছি। তাই এরই মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু কাজ করেছি। এটিএন বাংলার প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠান ... দেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আগামী ১৬ জুলাই বিএফডিসিতে জমকালো অনুষ্ঠানটি রয়েছে। এটি এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। এ অনুষ্ঠানে চারটি নাচ থাকবে। সবগুলো নাচই আমি কোরিওগ্রাফি করছি। অনুষ্ঠানের উদ্বোধনী নৃত্য ও লোক গানের সঙ্গে আরেকটি নৃত্য পরিবেশন করব আমি ও নাদিয়া আহমেদ। সঙ্গে থাকবে আমাদের স্কুল নৃত্যকথার শিল্পীরা। অন্য দুটি নাচ করবেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মডেল-অভিনেত্রী তানজিন তিশা। অপু বিশ্বাস নাচবেন তার ছবির জনপ্রিয় গানে। আর তিশা এ সময়ের জনপ্রিয় হওয়া কিছু গানে নাচ করবেন। বতর্মানে আমরা এই অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। দেশীয় সংস্কৃতি রক্ষা করে ভিন্ন কিছু ... আমি অনেকের মতো যেনতেন কাজ করি না। যে কাজটি করি তা মানসম্মত হতে হবে। এ ছাড়া চেষ্টা করি প্রতিটি নাচের কোরিওগ্রাফি, পোশাক, সাজসজ্জা বা উপস্থাপনভঙ্গিতে পরিবতর্ন আনতে। এটিএন বাংলার এই অনুষ্ঠানেও দশর্ক ধামাকা দেখতে পাবেন। অপু বিশ্বাসকে সম্পূণর্ নতুনভাবে উপস্থাপন করব। তিশাকে আগে দশর্ক যে ধরনের নাচ করতে দেখেননি তেমন কিছু করব। আমার আর নাদিয়ার নাচে দেশিয় সংস্কৃতির ছেঁায়া রাখব। কারণ আমি বিশ্বাস করি একজন শিল্পীর দায়িত্ব তার কাজের মাধ্যমে দেশের ঐতিহ্যকে তুলে ধরা। যখন আমরা বিদেশে শো করতে যাই, তখন আরও বেশি করে দেশীয় নাচ করি। যাতে বিদেশের দশর্কও আমাদের দেশের নাচের সঙ্গে পরিচিত হন। বতর্মান ব্যস্ততা ... মূলত আমার আর নাদিয়ার নাচের স্কুল নৃত্যকথা নিয়ে ব্যস্ত। এখানে প্রায় দেড় শ শিক্ষাথীর্ নাচ শিখছে। তাদের মিডিয়ায় সুযোগ করে দিতে অক্লান্ত পরিশ্রম করছি। এরই মধ্যে আমাদের কয়েকজন ছেলেমেয়ে মিডিয়ায় ভালো করছে। ভারতে নাচের উপর পড়তেও গেছে। সাম্প্রতিক কাজ ... সাম্প্রতিক সময়ে আমাদের বেশ কিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে। নৃত্যকথার শিল্পীদের নিয়ে আমি আর নাদিয়া ২৯ এপ্রিল বিশ্ব নৃত্যদিবস, ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ও পহেলা বৈশাখে একাধিক টিভি চ্যানেল এবং স্টেজ শো করেছি। বিটিভির জনপ্রিয় দুটি ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবতর্ন’ ও ‘কালান্তর’-এর একাধিক পবের্ আমাদের শিক্ষাথীের্দর সুযোগ করে দিয়েছি।