শুভ জন্মদিন রেখা

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
রেখা
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার ৬৫তম জন্মবাষির্কী আজ। ১৯৫৪ সালের ১০ অক্টোবর ভারতের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। প্রতিবারের মতো এবারও বেশ জমকালোভাবেই জন্মদিন উদযাপন করবেন রেখা। বলিউডের সব রথী-মহারথীর শুভেচ্ছায় সিক্ত হবেন তিনি। তার জন্মদিনে যায়যায়দিন পরিবারের শুভেচ্ছা। রেখার আসল নাম ভানুরেখা গণেশন। রেখা নাম নিয়ে বলিউডে অভিষেক হয় তার। মোহনীয় জাদুকরী রূপ ও ব্যক্তিত্ব দিয়ে বলিউডের একজন সফল ‘ডিভা’ হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতোই বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ যেন দ্যুতি ছড়াতে থাকেন রেখা। বতর্মান সময়ের সব বলিউড অভিনেত্রীর অনুপ্রেরণার উৎসও যেন রেখা। ১৯৬৬ সালে ‘রাঙ্গোলা রতœাম’ নামে একটি তেলেগু ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু হলেও নায়িকা হিসেবে যাত্রা শুরু ১৯৭০ সালে ‘শাওন ভাদো’ নামে একটি ছবির মাধ্যমে। সত্তর দশকের মাঝামাঝিতেই বেশ সুনাম অজর্ন করেন তিনি। তবে আলোচনার শীষের্ চলে আসেন ১৯৭৮ সালে ‘ঘর’ ছবিটি মুক্তি পাওয়ার পর। তারপর থেকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এ পযর্ন্ত ১৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন রেখা। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছেÑ ‘দো আনজানে’ (১৯৭৬), ‘ঘর’ (১৯৭৮), ‘মুকাদ্দার কা সিকান্দার’ (১৯৭৮), ‘খুবসুরাত’ (১৯৮০), ‘সিলসিলা’ (১৯৮১), ‘বসিরা’ (১৯৮১), ‘উৎসব’ (১৯৮৪), ‘খুন ভারি মাং’ (১৯৮৮), ‘ইজাজাত’ (১৯৮৮), ‘উমরাওজান’, ‘কামাসূত্র’ (১৯৯৬) এবং ‘জুবায়দা’ (২০০১)। রেখা তিনবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেন, দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ও একবার শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসেবে। ১৯৮১ সালে উমরাহ জান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।