আজ গঙ্গা-যমুনা নাট্যোৎসবে ‘চম্পাবতী’

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
গত ৫ অক্টোবর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৮। চলবে আগামী ১৫ অক্টোবর পযর্ন্ত। এ উৎসবে এক্সপেরিমেন্টাল থিয়েটারে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে শব্দ’র নাটক ‘চম্পাবতী’। পল্লীকবি জসীম উদ্দীনের অমর সৃষ্টি ‘বেদের মেয়ে’ অবলম্বনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক লিখেছিলেন নাটক ‘চম্পাবতী’। নাটকটি নিদের্শনা দিয়েছেন খোরশেদুল আলম। নাটকে নামচরিত্রে অভিনয় করবেন মেহেরুন মাহিন। আর অভিনয় করেছেন আল আমিন, রওশন জান্নাত রুশনী, আলী নূর, হৃদী, আনোয়ার, নাসরিন, তাহা, উনাইসা, লিন্ডা, এঞ্জেলিকা, স্বাধীন, আলফা, বষার্, দোয়েল, রাজা, অপরাজিতা। নাটকের মঞ্চ জুড়ে থাকবে আলো-অঁাধারির খেলা। আলোক পরিকল্পনা করেছেন ঠাÐু রায়হান এবং মঞ্চ পরিকল্পনা সাজিয়েছেন পলাশ হেনড্রি সেন। পোশাক পরিকল্পনায় রয়েছেন আইরিন পারভীন লোপা, আবহসংগীতে শিশির রহমান, কোরিওগ্রাফিতে সামিউন জাহান দোলা ও রূপসজ্জায় থাকছেন তন্ময়।