সামিনা চৌধুরীর গানের স্কুল

প্রকাশ | ০৩ জুলাই ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
সামিনা চৌধুরী
গানের স্কুল করছেন নন্দিত সংগীতশিল্পী সামিনা চৌধুরী। তার বাবা প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন্নবী’র প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলব-এই স্কুল করছেন তিনি। ‘মাহমুদুন্নবী সংগীত নিকেতন’ নামে এই গানের স্কুল চলতি মাস থেকেই শুরু হবে বলে জানিয়েছেন সামিনা। আপাতত নিজের বাসায় শুরু করলেও ভবিষ্যতে এটিকে আরও বড় আকারে করার পরিকল্পনা আছে এই গায়িকার। সামিনা চৌধুরী বলেন, ‘আধুনিক সংগীত নিকেতন নামে বাবার একটা গানের স্কুল ছিল। আমি নিজেও বাসায় গান শেখাই। তবে কোনো নাম নেই। বাবার সেই স্কুলের নামের সঙ্গে মিল রেখেই নামটি দিয়েছি। বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এ উদ্যোগ। অনেক বছর ধরে বিষয়টি ভাবলেও বাস্তবায়ন শুরু করেছি এবার। আমার কাছে আপাতত চারজন শিক্ষাথীর্ গান শিখছে। তাদের এই নামের আওতায় নিয়ে আসব। সঙ্গে নতুনদেরও ভতির্ করাব।’ সামিনা আরও বলেন, ‘এই স্কুলের মাধ্যমে বাবার নামটি নতুন প্রজন্মের শিল্পীরা জানতে পারবে। তার সংগীতকমর্ সম্পকের্ ধারণা পাবে। আপাতত নিজেই শেখাব। পরিসর বেড়ে গেলে ভবিষ্যতে হয়তো অন্য পরিকল্পনা করব।’ এদিকে, সামিনা চৌধুরী ও তার বোন ফাহমিদা নবী বাবার গান নিয়ে একটি অ্যালবামের কাজ শেষ করেছেন। অ্যালবামটিতে তাদের বাবার জনপ্রিয় হওয়া চলচ্চিত্রের গানের পাশাপাশি থাকবে কিছু আধুনিক গানসহ মোট ১০ টি গান। অ্যালবামটিতে স্থান পেতে যাওয়া গানগুলো হচ্ছে- ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘তোমার দু’হাত দিয়ে’, ‘ভালোবেসে কেন দূরে থাক’, ‘আমি আগুনকে ভয় পাই না’, ‘অনেক সেধেছি সুর’। অ্যালবামটির নাম এখনো চ‚ড়ান্ত হয়নি। এই অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিতে কয়েক মাস আগে কলকাতায় গিয়েছিলেন তারা। কারণ এর সংগীতায়োজন করছেন কলকাতার আশু চক্রবতীর্। অচিরেই বেঙ্গল থেকে এই অ্যালবাম প্রকাশিত হবে।