দুগার্পূজার ২ নাটকে সাবা

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
সোহানা সাবা
আসন্ন দুগার্পূজা উপলক্ষে নিমির্ত দুই নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী সোহানা সাবা। নাটক দুটি হলো ‘দেবী পক্ষ’ ও ‘চিলেকোঠায় দুগার্’। মৌলিক গল্পের বিশেষ নাটক ‘দেবী পক্ষ’র চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নিঝর্র। নিমার্ণ করেছেন রাশেদ রাহা। এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। প্রেম নিয়েই নাটকের গল্প। তবে এই প্রেমেরে পরিধি বিস্তর। যেখানে দেখা যাবে বাবা ও বোনের প্রতি একটি মেয়ের টান, স্বামীর ওপর স্ত্রীর বিশ্বাস আর দুগার্র জন্য ভালোবাসার প্রতিচ্ছবি। আর এই সাধারণ মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। যেখানে তার বাবার চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, স্বামী চরিত্রে মাজনুন মিজান এবং ছোট বোন চরিত্রে অভিনয় করেছেন মুন। সোহানা সাবা বলেন, ‘গল্পটি পূজা উৎসবকে ঘিরে। তবে এখানে অনেক রকমের বাতার্ রয়েছে। অনেক সম্পকের্র হিসাব মেলানো হয়েছে। কাজটি করে সত্যি সত্যি ভালো লেগেছে আমার। আপনি যে ধমর্ বা বণের্রই হোন না কেন, ভালো লাগবে আপনারও, কথা দিলাম।’ নাটকটির গল্প প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘এখানে আমি পরিবারের বড় মেয়ে। বাসায় পড়াতে আসা শিক্ষকের সঙ্গে আমার সখ্য গড়ে ওঠে। কিন্তু ছেলেটি নিচু বণের্র। তাই আমাদের সম্পকের্ বাধা আসে। আমরা দুজনে পালিয়ে বিয়ে করি। এরমধ্যে পূজা চলে আসে। বাবা আর বোনকে ছাড়া পূজা উৎসব যেন আমি ভাবতেই পারি না। শুরু হয় আমাদের নতুন সংসারে উৎসবকেন্দ্রিক টানাপড়েন। সত্যি বলতে গল্পটা বেশ ইউনিক লেগেছে আমার। সবচেয়ে বড় কথা, পূজা উৎসবের জন্য এটা পারফেক্ট একটি কাজ হলো আমার।’ নাটকটি প্রযোজনা করেছেন সুমী আক্তার ও এন জে নয়ন। প্রযোজনা প্রতিষ্ঠান প্লে মিউজিক। জানা গেছে, দুগার্পূজা উপলক্ষে ১৭ অক্টোবর রাতে মাছরাঙা টেলিভিশনে ‘দেবী পক্ষ’ নাটকটি প্রচার হবে। আর ‘চিলেকোঠায় দুগার্’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। এটিও পূজার অনুষ্ঠানমালায় যেকোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।