সুদিন ফিরছে না অপুর

প্রকাশ | ১৩ জুন ২০২১, ০০:০০

মাসুদুর রহমান
অপু বিশ্বাস
এই তো কয়েক বছর আগের কথা। ঢাকাই চলচ্চিত্রে তখনো জমজমাট অবস্থা চিত্রনায়িকা অপু বিশ্বাসের। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি প্রায় প্রতি শুক্রবারেই সিনেমা হলে দর্শকদের দেখা দিতেন তিনি। একটির শুটিং শেষ করে হাজির হতেন আরেক শুটিং স্পটে। দিনরাত সারাক্ষণ লাইট-ক্যামেরার সামনেই থাকতে হতো। তাকে ছাড়া প্রযোজক-পরিচালকেরা নতুন সিনেমা নিয়ে ভাবতেই পারতেন না। দর্শকদের পছন্দের সেরা অভিনেত্রীদের একজন হয়ে উঠেছিলেন অপু বিশ্বাস। দেশীয় চলচ্চিত্রে অপরিহার্য হয়ে উঠেছিলেন তিনি। অপু বিশ্বাসের ক্যারিয়ার গ্রাফ যখন তুঙ্গে, তখন তিনি বিজ্ঞাপনেও কাজ করার সময় পেতেন না। কিন্তু হঠাৎ করেই যেন সব বদলে গেল চিত্র। আগের সেই তুমুল ব্যস্ত অপু বিশ্বাস এখন পুরোটাই কাজহীন। আগের মতো ঘর্মাক্ত শরীর নিয়ে বাসায় ফিরতে হয় না তাকে। বরং বাসাতেই কাটে তার বেশির ভাগ সময়। মাঝখানে বিভিন্ন মঞ্চে পারফর্ম করলেও করোনার কারণে মঞ্চ মাতাতেও দেখা যাচ্ছে না তাকে। এখন তাকে কেবল দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন করতে, কালে-ভদ্রে কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করতে। সম্প্রতি ব্র্যান্ড রয়েল মালাবারের মডেল হিসেবে বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন অপু বিশ্বাস। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক ইমন। এ কাজটি নিয়ে অপু বলেন, 'ফ্যাশন আমাদের কাজের একটা অংশ। ফ্যাশন সচেতন হয়েই আমাদের কাজ করতে হয়। রয়েল মালাবারের পোশাক ও জুয়েলারি বেশ ভালো। ডিজাইনগুলো আমার ভালো লেগেছে। মানের দিক দিয়েও ভালো যে কারণে কাজটি করছি।' এদিকে নায়ক ও চরিত্র সংকটের কারণে চলচ্চিত্রেও নতুন কাজ পেতে অনেক বেগ পেতে হচ্ছে তাকে। সম্প্রতি অপু শুরু করেছেন 'প্রেম-প্রীতির বন্ধন' নামের নতুন একটি চলচ্চিত্রের কাজ। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। এতে অভিনয় প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, 'এ ছবির গল্প এবং আমার চরিত্র দুটোই বেশ ভালো লেগেছে। আশা করছি, শুটিং শেষে ছবিটি মুক্তি পেলে দর্শক দারুণ কিছু দেখবেন।' 'প্রেম-প্রীতির বন্ধন' চলচ্চিত্রে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন নতুন অভিনেতা জয় চৌধুরী। এক সময়ের আলোচিত এই নায়িকা এখন জুটি বাঁধছেন নতুনদের সঙ্গে। তরুণ পরিচালক বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের 'ছায়াবৃক্ষ' চলচ্চিত্রে অপু কাজ করছেন চিত্রনায়ক নিরবের বিপরীতে। হাতে রয়েছে রফিক শিকদার পরিচালিত 'ওপারের পারবতী' নামের একটি চলচ্চিত্র। এ চলচ্চিত্রে অপুর নায়ক সাইমন সাদিক। সর্বশেষ এ অভিনেত্রীর 'প্রিয় কমলা' নামে একটি চলচ্চিত্র মুক্তি পায় স্বাধীনতা দিবস উপলক্ষে। শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। চলচ্চিত্রটি দর্শক মহলে সাড়া ফেলতে পারেনি। বৈশ্বিক পরিস্থিতির কারণে প্রায় দুই বছর ধরে চলচ্চিত্রের অবস্থা একেবারেই ভালো যাচ্ছে না। নামকরা অনেক অভিনয়শিল্পীই বেকার হয়ে পড়েছেন। মুক্তির তালিকায় থাকা বিগ বাজেট ও তারকাবহুল অনেক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে না। অপু বিশ্বাসও নতুন চলচ্চিত্র নিয়ে ফিরতে পারছেন না দর্শকদের সামনে। তার অভিনীত আলোচিত চলচ্চিত্র 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২' কয়েকবার মুক্তির দিন তারিখ ঠিক হয়েও আলোর মুখ দেখেনি। এ চলচ্চিত্রে অপু জুটি বেঁধেছেন বাপ্পী চৌধুরীর সঙ্গে। করোনায় চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'চলচ্চিত্রের অবস্থা খুবই খারাপ। মহামারির কারণে দর্শকরাও হলে আসছেন না। আবার দর্শকদের হলে টানতে সিনেমা-সংশ্লিষ্টরাও ভালো সিনেমা দিতে পারেনি।' অপু বিশ্বাস কাজ করেছেন ওপার বাংলাতেও। সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর গল্পে তিনি 'শর্টকাট' চলচ্চিত্রে কাজ করেছেন। সেটিও মুক্তির অপেক্ষায়। এতে কলকাতার অভিনেতা গৌরব চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এই চলচ্চিত্রের মধ্য দিয়েই টালিগঞ্জের চলচ্চিত্রে পা ফেলেছেন অপু। সুবীর মন্ডল পরিচালিত এ চলচ্চিত্রটি বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।