বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রেইলারেই প্রশংসিত ফারুকীর প্রথম ওয়েব সিরিজ

বিনোদন রিপোর্ট
  ১৬ জুন ২০২১, ০০:০০
আপডেট  : ১৬ জুন ২০২১, ১৩:২০
'লেডিস অ্যান্ড জেন্টলম্যান' ওয়েব সিরিজের দৃশ্য

দেশের আলোচিত নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন। 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান' নামের এ ওয়েব সিরিজটি আগামী ৯ জুলাই মুক্তি পাবে ভারতীয় ওটিটি পস্ন্যাটফর্ম জি ফাইভে। সোমবার বিকেলে জি ফাইভের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় এটির ট্রেইলার। ২১ সেকেন্ডের এ ট্রেইলার প্রকাশের পরপরই দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ট্রেইলারটি শেয়ার করে ফারুকী জানিয়েছেন, এই সিরিজটি বিনামূল্যে দেখতে পারবেন দর্শক। তিনি আরও জানান, ৯ জুলাই জি-ফাইভ গেস্নাবালের সিরিজটির প্রিমিয়ার শো হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের আরও অনেক জায়গা থেকে দর্শকরা সাবস্ক্রাইব করে এটি দেখতে পারবেন। আমার প্রিয় বাংলাদেশের দর্শকরা এটি বিনামূল্যে দেখতে পারেন। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ফারুকী। কিন্তু সে সময় সিরিজটির নাম, অভিনয়শিল্পী বা কোন পস্ন্যাটফর্মে দেখা যাবে- তার কোনোকিছুই প্রকাশ করেননি তিনি। জানা গেছে, ফারুকীর পরিচালায় এবং অ্যালেক্সি কসোরুকভের সিনেমাটোগ্রাফিতে বাংলাদেশের এক সাধারণ মেয়ের গল্প 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান'। সাধারণ মেয়ে থেকে ধীরে ধীরে দেশের সব কর্মজীবী নারীর কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প নিয়ে এ ওয়েব সিরিজ। আট পর্বের সিরিজটিতে নারী-পুরুষের সম্পর্কের জটিলতা, সমাজে নারী বিদ্বেষের মতো বিষয়গুলো উঠে এসেছে। ওয়েব সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও তাসনিয়া ফারিন। এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মারিয়া নূর, শরাফ আহমেদ জীবন প্রমুখকে। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এটি তার প্রথম প্রযোজিত কোনো ওয়েব সিরিজ। সহ-প্রযোজক হিসেবে আছেন ইরেশ যাকের ও সরদার সানিয়াত হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে