মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছোটপর্দার অনুষ্ঠানমালা

নতুনধারা
  ১৬ জুন ২০২১, ০০:০০

বৈশাখী টেলিভিশনে সপ্তাহে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ ও ১১.৩০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'জমিদার বাড়ি'। টিপু আলম মিলনের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করছেন সাজ্জাদ হোসেন দোদুল। অভিনয় করেছেন মনোজ সেন গুপ্ত, শম্পা রেজা, আ খ ম হাসান, নাদিয়া মীম, শিল্পী সরকার অপু, সুব্রত, শাহনূর বেগম ও মোমেনা চৌধুরী প্রমুখ।

মাছরাঙা টেলিভিশনে সপ্তাহের প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'প্রিয়জন'। আজ প্রচারিত হবে নাটকটির ৫০তম পর্ব। মামুন অর রশিদের রচনা ও শামীম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশারফ করিম, আ.খ.ম হাসান, সালহা খানম নাদিয়া, শামীম জামান, জয়রাজ, জামিল হোসেন, তারিক স্বপন, হিমি, রোবেনা রেজা জুঁই, চিত্রলেখা গুহ, শিল্পী সরকার অপু, সাবেরী আলম, মাছুম বাশার, সঞ্চিতা দত্ত, তারিক আনাম খান প্রমুখ।

এটিএন বাংলায় সপ্তাহের প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'পরিবার'। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাশেদা সাজ্জাদ লাজুক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মনিরা মিঠু, শাওন, তানভির হুরাইরা, সালহা নাদিয়া, জামিল হোসেন, সুব্রত, মিলি বাশার, মাসুম বাশার, নীলা, ম ম মোর্শেদ প্রমুখ।

চ্যানেল আইতে সপ্তাহের প্রতি শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'দ্য ডিরেক্টর'। কাজী শাহিদুর ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, সোহেল খান, আরফান আহমেদ, সিনথিয়া, আহসান হাবিব, মিষ্টি জাহান, জুনায়েদসহ আরও অনেকে।

এনটিভিতে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'হাউস নং ৯৬'। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শাহরিন, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে