শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন চ্যালেঞ্জ নিয়ে সুনেরাহ

বিনোদন রিপোর্ট
  ১৯ জুন ২০২১, ০০:০০
সুনেরাহ বিনতে কামাল

জীবনের প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তরুণ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। চিত্রনায়ক শরিফুল রাজের বিপরীতে 'ন ডরাই' সিনেমায় অভিনয় করে ঘরে তুলেছেন শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই সুনেরাহ এবার চুক্তিবদ্ধ হয়েছেন নিজের দ্বিতীয় সিনেমায়। দীপংকর দীপন পরিচালিত এ সিনেমার নাম 'অন্তর্জাল'। এখানে তাকে দেখা যাবে রোবটপ্রেমী প্রিয়ম নামের এক চরিত্রে। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান 'মোশন পিপল স্টুডিওস'-এর অফিসে সুনেরাহ বিনতে কামালের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান এ অভিনেত্রী। পরিচালক দীপন জানান, এটি হবে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র। যেখানে সাইবার দুনিয়ার রহস্যঘেরা জাল নিয়ে কাজ করবেন সুনেরাহ বিনতে কামাল। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সিয়াম। দীপনের ভাষায়, 'সুনেরাহ পরিপূর্ণ অভিনয়শিল্পী, এই চরিত্রে তার বিশালত্ব ফুটিয়ে তোলার সুযোগ থাকছে। প্রথাভাঙা আরেকটি চরিত্রে আসছেন তিনি।' 'অন্তর্জাল' সিনেমায় অভিনয় সম্পর্কে সুনেরাহ বিনতে কামাল বলেন, 'কোডিং, হ্যাকিং- এসব নিয়ে আমার জানার আগ্রহ অনেক। সেই চ্যালেঞ্জ থেকে এই সিনেমায় প্রিয়মের খোঁজ পাই। এই গল্পে আমি থ্রিলারের ছাপ পেয়েছি, আবার পেয়েছি দারুণ এক অচেনা গল্প। আমার চরিত্রটি কিন্তু বাস্তবের এক চরিত্র, সেই চরিত্রের সঙ্গ পেতেই সিনেমায় কাজের আগ্রহ প্রকাশ করি। আমার চরিত্রটা চ্যালেঞ্জিং একটি চরিত্র। এখানে থ্রিলার আছে, অ্যাডভেঞ্চার আছে। নিজেকে ছাপিয়ে যাওয়ার প্রত্যয়ে থ্রিলারধর্মী গল্পে অভিনয়ের জন্য রাজি হলাম।'

সিনেমাটি নিয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, 'ভিন্ন ধারার গল্পে আমি সিনেমা তৈরি করতে পছন্দ করি। এই সিনেমার নামের মধ্যে প্রযুক্তি-প্রযুক্তি ভাব থাকলেও আসলে সব বয়সের দর্শকদের জন্য সিনেমা।'

উলেস্নখ্য, সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুলস্নাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপও সাইফুলস্নাহ রিয়াদের। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য সিনেমাটির সার্বিক সহযোগিতা করবে স্পেলবাউন্ড লিও বার্নেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে